| ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মেসির ১০ নং জার্সি তুলে রাখতে ফিফার আইনি বাঁধা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ জানুয়ারি ০২ ১১:১০:২৫
মেসির ১০ নং জার্সি তুলে রাখতে ফিফার আইনি বাঁধা

লিওনেল মেসি চলে গেলে তার ১০ নম্বর শার্টটিও উধাও হয়ে যায়।অবসরের পর মেসির কৃতিত্ব ও অর্জনকে সম্মান জানাতে একই ধরনের উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে ফিফার আইনের মধ্যে কতটা সম্ভব তা অনিশ্চিত। তার আগেও ম্যারাডোনার দশ নম্বরে নেমে যাওয়ার সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েনি।

দশ নম্বরের আকাশী-নীল জার্সি। আর্জেন্টিনার আবেগের, আর্জেন্টিনার গর্বের। যুগের বিবর্তনে ম্যারাডোনা-রিকুয়েলমে হয়ে যে জার্সিটা এখন লিওনেল মেসির। যার হাত ধরে ঘুঁচেছে ২৮ বছরের কোপা আমেরিকা ও ৩২ বছরের বিশ্বকাপ আক্ষেপ। খবর দ্য স্টেটমেন্ট

এলএমটেনের সম্মানে তার অবসরের পর আইকনিক সেই জার্সিটি আজীবনের জন্য তুলে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, মেসির অবসরের পর জাতীয় দলে তার দশ নম্বর জার্সি আমরা অন্য কাউকে পরতে দিব না। তার সম্মানে নাম্বার টেন জার্সিটাও অবসরে যাবে। মেসির জন্য অন্তত এতুটুকু আমরা করতেই পারি।

কিন্তু আলবিসেলেস্তে চাইলেও সহজ নয় দলের দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানো। ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলে স্কোয়াডের ফুটবলারদের জার্সি নম্বর এক থেকে ২৩ পর্যন্ত নির্ধারিত। যে কারণে ম্যারাডোনার সম্মানে তার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েও কার্যকর করতে পারেননি তৎকালীন ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা।

এ বছরই আর্জেন্টিনার হয়ে শেষ হতে পারে মেসি ও তার দশ নম্বর জার্সির অধ্যায়। বিদায়ের আগে অর্জনের পাল্লা আরও ভারি করার সুযোগ তার সামনে। দেশের হয়ে মার্কিন মুল্লুকে কোপা আমেরিকা ও প্যারিসে আরও এক অলিম্পিক স্বর্ণ জয়ের হাতছানি এলএমটেনের।

বছরজুড়ে ক্লাব ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ ৬ শিরোপা জিততে পারেন লিও।

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে