হোটেলের বিল না মিটিয়ে উধাও ক্লাব কর্তৃপক্ষ
অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত আইএসএল ক্লাব হায়দরাবাদ এফসি। তারাও গত বছর থেকে আর্থিক সমস্যায় ভুগছে। ফলে খেলোয়াড় কেনা-বেচায় অনেক ঝুঁকি নিতে হয় তাদের। বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে বাধ্য হয় হায়দরাবাদ। এবার এ অবস্থায় তাদের বিপদ আরও বেড়েছে। জামশেদপুরের হোটেল রামাদা টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। হায়দরাবাদ এফসি-র পাশাপাশি এই তালিকায় রয়েছেন অভিনেতা রানা দাগ্গুবাতিও।
কী অভিযোগ?
হোটেল রামাদার ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষ্টুপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত হায়দরাবাদ এফসি ফুটবল দল রামাদা হোটেলের ২৩টা ঘর ভাড়া করেছিল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্য়াচের জন্য তারা হোটেল ভাড়া নিয়েছিল। এরজন্য তারা অ্যাডভান্স ১ লাখ টাকা দেয়। তবে ৬ অক্টোবর সকালে পুরো দল হোটেল ছেড়ে দেয়। কিন্তু তারা বিল না দিয়েই হোটেল ছাড়ে।
এরপর হোটেলের পক্ষ থেকে হায়দরাবাদ এফসির কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ফোন ও ইমেল চলতে থাকে। তবে কোনও উত্তর মেলেনি। এরপরই হোটেলের পক্ষ থেকে পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা দলের কর্ণধার, ম্যআনেজার ও বাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
কী সম্পর্ক রানা ডগ্গুবতীর?
দক্ষিণী সুপারস্টার রানা হায়দরাবাদের এই ফুটবলের দলের সহ কর্ণধার। এছাড়াও রয়েছেন বিজয় মাধুরি, বরুণ ত্রিপুরানেনি, নীতিন মোহন, অ্যান্টোনি থমাস, সুরেশ গোপাল কৃষ্ণ, রঙ্গনাথ রেড্ডি ও টিকে বালাজি। ফলে সবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।
বিপাকে হায়দরাবাদ এফসি
এই অভিযোগ থেকে বোঝা যাচ্ছে যে ক্লাবের আর্থিক অবস্থা কতটা খারাপ। এক বছরের মধ্যে হায়দরাবাদ এফসি দ্বিতীয়বার ট্রান্সফার ব্যানের কবলে পড়েছে। প্রাক্তন প্লেয়ার নেস্টর গর্ডিলো ও বার্থোলোমিউ ওগবেচের বেতন দিতে না পারায় ক্লাবের ট্রান্সফার ব্যানড করা হয়।
অফ ফিল্ডে চ্যালেঞ্জের পাশাপাশি মাঠের মধ্যে ক্লাবের ছন্দ ভালো নেই। বর্তমানে তারা পয়েন্ট তালিকায় শেষের দিকে রয়েছে। মাত্র দুটো ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। ট্রান্সফার ব্যানের জন্য তারা নতুন প্লেয়ারকে সইও করাতে পারছে না, যারফলে তাদের সমস্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চলতে থাকলে দিল্লি ডায়নামোসের মতো হাল হতে পারে তাদের। এই পরিস্থিতি থেকে বাঁচতে অনেক প্লেয়ারকে বেশি দামে ছেড়ে দিয়ে সস্তায় প্লেয়ার নিতে পারে তারা।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আজকের সৌদি রিয়াল রেটের বিনিময় হার
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- বিপিএলে পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন
- আ:লীগকে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম