| ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মাঠের বাইরে মেসির চেয়ে অনেক এগিয়ে নেইমার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ডিসেম্বর ১৬ ১১:২২:৩৪
মাঠের বাইরে মেসির চেয়ে অনেক এগিয়ে নেইমার

আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বিভিন্ন ভাষা জানতে হবে। সর্বোপরি তারা নিজ দেশের বাইরে খেলতে যায়। তাই তাদের নিজেদের ভাষার পাশাপাশি অন্য ভাষাও আয়ত্ত করতে হবে। যেহেতু ক্রিকেটাররা ইংরেজি জানে, তাই ফুটবলারদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইউরোপে খেলতে আসা ফুটবলারদের ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজসহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে হবে।

উদাহরণস্বরূপ, ব্রাজিলীয় প্রশংসাসূচক নেইমার এখন সৌদি আরবে খেলেন, তার দেশের বাইরে স্পেন ও ফ্রান্স হয়ে। দেশে দীর্ঘদিন থাকার সুবাদে তিনি সেসব দেশের বিভিন্ন সংস্কৃতি, দেশ ও মানুষের সঙ্গে মিশে বেশ কিছু ভাষা অর্জন করেন। সেলেকাও স্ট্রাইকার এখন পাঁচটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পারেন।

পৃথিবীর যে কোনো দেশের মানুষই তার মাতৃভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাছন্দ্য বোধ করেন। ব্রাজিলের মাতৃভাষা ভাষা পর্তুগিজ, স্বাভাবিকভাবেই নেইমারও পর্তুগিজ ভাষায় কথা বলতে স্বাছন্দ্য বোধ করেন।

তবে ২০১৩ সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় নাম লেখানোর বছর তিনেক আগেই স্প্যানিশ শিখেন নেইমার। এরপর বার্সেলোনায় গিয়ে শিখেন কাতালান ভাষা। কাতালান ক্লাব বার্সেলোনায় খেলতেন বলেই সেই ভাষাটাও আয়ত্ত করেছেন।

যদিও পর্তুগিজ আর স্প্যানিশের মতো কাতালান অতটা ভালো বলতে পারেন না তিনি। বার্সেলোনায় খেলার সময় সতীর্থদের সঙ্গে তিনি মূলত স্প্যানিশ ভাষায়ই কথা বলতেন।

২০১৭ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এই তারকা। ফ্রান্সে গিয়ে শিখেছেন ফ্রেঞ্চ ভাষা। তবে প্যারিসের ক্লাবটির সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল স্প্যানিশ ভাষা। পিএসজির ফরাসি এই তারকা ফ্রেঞ্চ ভাষার সঙ্গে স্প্যানিশ আর ইংরেজিটাও ভালো বলতে আর বুঝতে পারেন।

পর্তুগিজ, স্প্যানিশ, কাতালান ও ফ্রেঞ্চ ছাড়াও ইংরেজি বলতে পারেন নেইমার। ইংরেজিতে কথা বলতে পারলেও এ ভাষাটায় নেইমার অতটা স্বচ্ছন্দ নন। তবে বুঝতে ও বলতে পারার জন্য তা যথেষ্ট।

নেইমার মেসির সতীর্থ হয় বার্সেলোনায় যোগ দেয়ার পর। আবার একই সঙ্গে দুইজন পিএসজিতেও সতীর্থ ছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুইটির সেরা দুইজন খেলোয়াড়ের বন্ধুত্ব বেশ গভীর। মেসি অবশ্য নেইমারের মতো এতো ভাষা জানেন না। মেসি শুধু স্প্যানিশ ও কাতালান ভাষায় কথা বলতে পারেন।

আর্জেন্টিনার জাতীয় ভাষা স্প্যানিশ। আর কাতালানটা শিখেছেন সেখানে দীর্ঘদিন থাকার কারণে। মেসি ইংরেজি, ফ্রেঞ্চ আর পর্তুগিজ বলতে পারেন না। তাই নেইমারের সঙ্গে তার ভাব বিনিময় হয় স্প্যানিশ ভাষায়।

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে