মাঠের বাইরে মেসির চেয়ে অনেক এগিয়ে নেইমার
আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বিভিন্ন ভাষা জানতে হবে। সর্বোপরি তারা নিজ দেশের বাইরে খেলতে যায়। তাই তাদের নিজেদের ভাষার পাশাপাশি অন্য ভাষাও আয়ত্ত করতে হবে। যেহেতু ক্রিকেটাররা ইংরেজি জানে, তাই ফুটবলারদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইউরোপে খেলতে আসা ফুটবলারদের ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজসহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে হবে।
উদাহরণস্বরূপ, ব্রাজিলীয় প্রশংসাসূচক নেইমার এখন সৌদি আরবে খেলেন, তার দেশের বাইরে স্পেন ও ফ্রান্স হয়ে। দেশে দীর্ঘদিন থাকার সুবাদে তিনি সেসব দেশের বিভিন্ন সংস্কৃতি, দেশ ও মানুষের সঙ্গে মিশে বেশ কিছু ভাষা অর্জন করেন। সেলেকাও স্ট্রাইকার এখন পাঁচটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পারেন।
পৃথিবীর যে কোনো দেশের মানুষই তার মাতৃভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাছন্দ্য বোধ করেন। ব্রাজিলের মাতৃভাষা ভাষা পর্তুগিজ, স্বাভাবিকভাবেই নেইমারও পর্তুগিজ ভাষায় কথা বলতে স্বাছন্দ্য বোধ করেন।
তবে ২০১৩ সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় নাম লেখানোর বছর তিনেক আগেই স্প্যানিশ শিখেন নেইমার। এরপর বার্সেলোনায় গিয়ে শিখেন কাতালান ভাষা। কাতালান ক্লাব বার্সেলোনায় খেলতেন বলেই সেই ভাষাটাও আয়ত্ত করেছেন।
যদিও পর্তুগিজ আর স্প্যানিশের মতো কাতালান অতটা ভালো বলতে পারেন না তিনি। বার্সেলোনায় খেলার সময় সতীর্থদের সঙ্গে তিনি মূলত স্প্যানিশ ভাষায়ই কথা বলতেন।
২০১৭ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এই তারকা। ফ্রান্সে গিয়ে শিখেছেন ফ্রেঞ্চ ভাষা। তবে প্যারিসের ক্লাবটির সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল স্প্যানিশ ভাষা। পিএসজির ফরাসি এই তারকা ফ্রেঞ্চ ভাষার সঙ্গে স্প্যানিশ আর ইংরেজিটাও ভালো বলতে আর বুঝতে পারেন।
পর্তুগিজ, স্প্যানিশ, কাতালান ও ফ্রেঞ্চ ছাড়াও ইংরেজি বলতে পারেন নেইমার। ইংরেজিতে কথা বলতে পারলেও এ ভাষাটায় নেইমার অতটা স্বচ্ছন্দ নন। তবে বুঝতে ও বলতে পারার জন্য তা যথেষ্ট।
নেইমার মেসির সতীর্থ হয় বার্সেলোনায় যোগ দেয়ার পর। আবার একই সঙ্গে দুইজন পিএসজিতেও সতীর্থ ছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুইটির সেরা দুইজন খেলোয়াড়ের বন্ধুত্ব বেশ গভীর। মেসি অবশ্য নেইমারের মতো এতো ভাষা জানেন না। মেসি শুধু স্প্যানিশ ও কাতালান ভাষায় কথা বলতে পারেন।
আর্জেন্টিনার জাতীয় ভাষা স্প্যানিশ। আর কাতালানটা শিখেছেন সেখানে দীর্ঘদিন থাকার কারণে। মেসি ইংরেজি, ফ্রেঞ্চ আর পর্তুগিজ বলতে পারেন না। তাই নেইমারের সঙ্গে তার ভাব বিনিময় হয় স্প্যানিশ ভাষায়।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আজকের সৌদি রিয়াল রেটের বিনিময় হার
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- বিপিএলে পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন
- আ:লীগকে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম