শেষ বলের নাটকীয়তায় ভারতের প্রতিশোধ জয়, যা বললেন সূর্যকুমার
বিশ্বকাপ ফাইনালে হেরে ভারতীয়দের মনে প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামে ভারত। শেষ বলের নাটকীয়তায় দারুণ লড়াইয়ের পর ম্যাচ জিতে নেয় ২ উইকেটে।
এই ম্যাচে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য ম্যাচও হন ডানহাতি এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচে জয়ের পর নিজের অভিমত প্রকাশ করলেন সূর্যকুমার।
সূর্যকুমার বলেছেন, ‘আমি মনে করি, এটি একটি গর্বের মুহূর্ত, আপনি যখনই ক্রিকেট খেলবেন, আপনি ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভাববেন, এটিতে মজতে কিছুটা সময় লাগবে তবে আমি খুবই গর্বিত।’
অধিনায়কত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি (অধিনায়কের) লাগেজ ড্রেসিংরুমে রেখে এসেছি। শুধু আমার ব্যাটিং উপভোগ করার চেষ্টা করেছি। ১০ বা ৪০ যত বলই খেলি না কেন।’
সূর্য আরও বলেন, ‘আমরা শুধু ইতিবাচক হতে চেয়েছিলাম। নিজেদের (খেলা) উপভোগ করেছি এবং মাঠে নিজেদের মেলে ধরেছি। আমি কিশানকে (ইশান কিশান) একটা কথা বলেছিলাম, শুধু ব্যাটিং চালিয়ে যাও, টার্গেটের কথা ভাববে না।’
শেষদিকে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ বলে ২ রান। প্রথম বলে রানআউটের শিকার হন অর্শদীপ সিং। এবার ১ বলে প্রয়োজন ১ রান। স্ট্রাইকে রিংকু সিং। হাঁকালেন দুর্দান্ত ছ্ক্কা। কিন্তু ওই বলটি নো বল হওয়ার কারণে রিংকুর ছক্কাটি গণনা করা হয়নি। নো বলের ফলে প্রাপ্ত অতিরিক্ত ১ রান পেয়ে ম্যাচটি জিতে ভারত।
অস্ট্রেলিয়া এর আগে বিশাখাপত্তনমে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছিল। জবাবে অধিনায়ক সূর্যকুমার (৪২ বলে ৮০) ও ইশান কিষাণ (৩৯ বলে ৫৮) ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। এরপর বাকি কাজ করতে শুরু করেন রিংকু সিং। শেষ বলের নাটকে ম্যাচ জিতেছে স্বাগতিকরা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে জস ইঙ্গলিসের ১১০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া ভারতকে বড় লক্ষ্য দেয়। বড় সংগ্রহে স্টিভ স্মিথের অবদান ছিল ৫২ রান। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে।
টি-টোয়েন্টি ইতিহাসে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া। এর আগে এত রান তাড়া করে কোনো ম্যাচ জিততে পারেনি ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- কর্মসূচি ঘোষণা করলো শিক্ষার্থীরা
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- আ:লীগকে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম