ব্রেকিং নিউজ, যে কারনে দায়িত্ব থেকে সরে দাড়াতে চান স্ক্যালোনি
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ভোরে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করেছে আরেকটি ‘মারাকানাজো’ ট্র্যাজেডি। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে পরাজয়কে ট্র্যাজেডি বলা যাবে না। ট্র্যাজেডিটি অত্যুক্তি নয়। ফুটবল ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারতে হল ব্রাজিলকে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার মিডিয়া এই ম্যাচটিকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করতে দ্বিধা করেনি।
যাইহোক, এই ম্যাচের ফলাফল অন্যান্য অনেক কারণ দ্বারা ছাপিয়েছিল। ম্যাচ শুরুর আগে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদের ওপর হামলা চালায়, এরপর বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে। আবারও নিজ দেশের সমর্থকদের প্রতি এমন আচরণের প্রতিবাদে লিওনেল মেসির মাঠ ছাড়ার কথাও আলোচনায় স্থান করে নিয়েছে।
তবে সবচেয়ে বড় চমক এসেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছ থেকে। মারাকানায় এই ম্যাচটি শেষ করে তিনি বলেছিলেন যে আর্জেন্টিনা জাতীয় দলে তার দিনগুলি ধীরে ধীরে শেষ হতে চলেছে। সামনের দিনগুলোতে আলবিসেলেস্তেদের ডাগআউটে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে নিজেই সন্দিহান।
হুমকি নাকি সত্যি?
কিন্তু স্ক্যালোনির এমন বক্তব্য কী সতর্কতা নাকি নিশ্চিত কোন বক্তব্য? তিনি কী সত্যিই চলে যাচ্ছেন নাকি নিছকই হুমকি দিয়ে রেখেছেন? আপাতত তার বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও এর সদুত্তর পাওয়া মুশকিল। সবচেয়ে বড় সমস্যা, স্ক্যালোনির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন খেলোয়াড়দের অনেকেই ছিলেন না ড্রেসিংরুমে।
বুধবারের ম্যাচে দলের জয়ের নায়ক নিকোলাস ওতামেন্ডির কথায় উঠে এসেছে সেই সময়ের ড্রেসিংরুমের চিত্র, ‘সেসময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।
দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো জানিয়েছেন, ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’ সত্যিই কোনো দ্বন্দ্বে জড়িয়েছেন কোচ স্ক্যালোনি?
লিওনেল স্ক্যালোনির হাত ধরেই নিজেদের ২৮ বছরের শিরোপাখরা শেষ করেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর জিতে নিয়েছিল নিজেদের তৃতীয় বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই দলের ভেতরে-বাইরে প্রত্যেকেরই প্রত্যাশা ছিল ২০২২ বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করবেন এই আর্জেন্টাইন কোচ। হয়েছেও তাই। তবে এই চুক্তি নবায়নের পর্যায়েই এএফএ-র সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে শীতল সম্পর্ক শুরু হয় এই কোচের।
তবে অন্য যেকোন কোচের মত আর্থিক বিষয়ে কোন দ্বন্দ্বেই জড়াননি এই কোচ। আর্জেন্টিনার গণমাধ্যম ওলের সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ পরিবেশ, সাধারণ নেতৃত্ব এবং কোচিং-স্টাফদের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে তাপিয়ার সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হয়ে যায় স্ক্যালোনির। এছাড়া দলগঠন, পর্যাপ্ত সমর্থন নিয়েও খানিক অসন্তোষে ভুগছিলেন তিনি।
গণমাধ্যম ওলের একটি দাবি, আর্জেন্টিনার ফুটবলের শীর্ষকর্তা ক্লাদিও তাপিয়া আগেই জানতেন এমন কোন এক সংবাদ আসতে চলেছে। যদিও বাস্তবতা বলছে স্ক্যালোনির এই পদত্যাগ ভাবনা নিয়ে কোন প্রকার কথাই এর আগে উচ্চারিত হয়নি। সভাপতি তো বটেই, দলের খেলোয়াড়দের কেউই এই সম্পর্কে অবগত ছিলেন না।
উরুগুয়ের বিপক্ষে পরাজয় কী কারণ?
প্রায় ১ বছর কোন ম্যাচেই হারতে হয়নি আর্জেন্টিনাকে। বাছাইপর্বে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হার ছিল বিশ্বকাপে সৌদি আরব ম্যাচের পর প্রথম পরাজয়। এমন পরাজয় খুবই স্বাভাবিক। তবে এই হারকেও সামনে নিয়ে আসছেন অনেকেই। স্ক্যালোনি নিজেই ব্রাজিল ম্যাচের পর বলেছিলেন ‘প্রত্যাশার পারদ অনেক উঁচু।’
অনেকেই এই বাক্যের সঙ্গে উরুগুয়ের পরাজয়কে এক সূত্রে আনার চেষ্টা করেছেন। তবে আর্জেন্টিনার গণমাধ্যমের ভাষ্য, উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি স্ক্যালোনির এই সিদ্ধান্তে মোটেই প্রভাব ফেলেনি। বরং জাতীয় দলের প্রতি স্ক্যালোনি কৃতজ্ঞ।
স্ক্যালোনিই থাকছেন!
এদিকে এমন ঘটনার প্রায় বেশ অনেকটা সময় পর স্ক্যালোনিই দলের কোচ থাকছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের প্রভাবশালী সাংবাদিক গ্যাস্টন এদুল। তার প্রকাশিত খবর অনুযায়ী, দলের লকাররুমে নিজের চলে যাওয়ার ইস্যুতে কোন কথাই বলেননি কোচ এই কোচ। বরং খেলোয়াড়রা থেকে যাওয়ার কথা বললে তাতে রাজি হন স্ক্যালোনি।
এর আগে ওতামেন্ডি এবং ম্যাক অ্যালিস্টার দুজনেই কোচ স্ক্যালোনি নিজ দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ জানান। যদিও এইক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত স্ক্যালোনিই নেবেন বলে জানিয়েছেন এদুল।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- কর্মসূচি ঘোষণা করলো শিক্ষার্থীরা