| ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিল কামিন্স

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২০ ১৭:১৭:৪৯
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিল কামিন্স

অস্ট্রেলিয়া স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে। রোহিত শর্মার দল ১০ ম্যাচে জয়ের ধারায় ফাইনালে যায়। তবে ম্যান ইন ব্লু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার দর্শক নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যর্থ হয় ভারত। চ্যাম্পিয়ন অজিদের পথে ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন ট্রাভিস হেড। অথচ তারই কিনা বিশ্বকাপ খেলার কথা ছিল না।

বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাথায় চোট পান। হাত ভাঙার কারণে দল থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। তাই বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল। তিনি কবে ফিরবেন তা নিয়েও অনিশ্চয়তা ছিল।

চোট থাকলেও বিশ্বকাপের দল থেকে ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানকে বাদ দেননি আজিরা। তিনি মৌসুমের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ান এই ওপেনারকে দলে রাখার কৃতিত্ব প্রধানত ক্যাপ্টেন প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের।

এর পরের গল্পটা সবারই জানা। শুরু থেকে বেঞ্চে বসে কাটালেও তাসমানপাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম খেলতে নামেন তিনি। ধারণা করা হয়, সেদিনও তিনি শতভাগ ফিট ছিলেন না। ৭৫ শতাংশ সুস্থতা নিয়েই ২২ গজে নামেন তিনি। এরপর অভিষেক ম্যাচেই ৫৯ বলে সেঞ্চুরি হাঁকান হেড। এরপর সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রানের সঙ্গে দুটি উইকেটও নিয়েছিলেন হেড।

আর ভারতের বিপক্ষে ফাইনালের গল্প তো সবারই জানা। ১২০ বলে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন তিনি। এমন পারফরম্যান্সের পর ফাইনালের ম্যাচ সেরাও হয়েছেন তিনি। অজি অধিনায়ক এবং কোচের সেদিনের নেওয়া সিদ্ধান্তই দারুণ এই অর্জনের পেছনে ভূমিকা রেখেছে।

এখানেই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে অজি অধিনায়ক কামিন্সের পার্থক্য। বিশ্বকাপের আগে ওপেনার তামিম ইকবালকে দলেও নেওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তেই দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়।

তামিমের বদলে লিটন দাস ও তরুণ ওপেনার তানজিদ তামিমের ওপর বিশ্বকাপে আস্থা রেখেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। তাদের কাঁধেই ওপেনিং সামলানোর দায়িত্ব ছিল। তবে পুরো আসরজুড়ে চরমভাবে ব্যর্থ হয়েছেন তারা। অথচ সাকিব কিংবা কোচ হাথুরু চাইলেই তামিমকে দলে নেওয়া যেত। তা না করে উল্টো তামিমের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলেছিলেন সাকিব।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের পার্থক্য হলো- অজি টিম ম্যানেজম্যান্ট দলের ভালোর কথা, বিশ্বকাপ জয়ের কথা ভেবেছে। এজন্য চোটাক্রান্ত ক্রিকেটারকেও দলে রেখেছে তারা।

তবে এমন দৃষ্টান্ত এবারই নতুন না। কিউই শিবিরের কেইন উইলিয়ামসন চোটে পড়েছিলেন। আর তিনি শুধু বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন না, বরং দলকে নেতৃত্বও দিয়েছেন। দলের উপকার হবে, এমনটা ভেবেই তাকে দলে রেখেছিল ব্ল্যাক-ক্যাপসরা।

ক্রিকেট

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

গুজবে কান দেবেন না, ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী দিনে টিকিট সংক্রান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ...

১৮ বলে ফিফটি, ২২ বলে ৫৯ রান: বিপিএলের শুরতেই হার্ড হিটার ব্যাটার খুজে পেল বিসিবি

১৮ বলে ফিফটি, ২২ বলে ৫৯ রান: বিপিএলের শুরতেই হার্ড হিটার ব্যাটার খুজে পেল বিসিবি

মাহিদুল ইসলাম অঙ্কন আজকের ম্যাচে ২২ বলে ৫৯ রান করে সবাইকে চমকে দিয়েছেন। তিনি যে ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে