| ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

গোল উসব করলো ব্রাজিল-আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ১৪ ২১:২৩:২৭
গোল উসব করলো ব্রাজিল-আর্জেন্টিনা

শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। বর্তমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এশিয়ান দেশ ইরানের বিপক্ষে ৩-২ গোলে হেরে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে।

ইন্দোনেশিয়ায় চলমান এই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে ব্রাজিল। আজ (মঙ্গলবার) জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের কাছে রীতিমতো উড়ে গেছে নিউ ক্যালেডোনিয়া। ব্রাজিলের কিশোররা ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের দ্বীপ দেশটিকে।

কাউয়া এলিয়াসের হ্যাটট্রিক এবং রায়ানের ব্রেস ব্রাজিলকে এই দুর্দান্ত জয় এনে দেয়। বাকি চারটি গোল করেন উইলিয়ান, লুইঘি, রেইস ও সুজা। ব্রাজিল প্রথম গোল করে ২৮ মিনিটে, নবম গোল ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে।

নিউ ক্যালেডোনিয়া তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলে হেরেছে। দুই ম্যাচে ১৯ গোল হারানোর পর দলটি বিশ্বকাপ থেকে প্রত্যাহার করে নেয়। এই জয়ে ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হলো।

অন্যদিকে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে বসে আফ্রিকার ফুটবল পরাশক্তি সেনেগালের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে কেবল ঘুরেই দাঁড়ায়নি রীতিমতো বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের। ইন্দোনেশিয়ার জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ৬টায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের জালে গুনে গুনে ৩বার বার বল জড়ায় মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। বিপরিতে ১ গোল দিয়ে ব্যবধান কমায় জাপান। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে আর্জেন্টিনা। পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। তিন মিনিট পর আবারও জাপানের জালা বল জড়ায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া জাপানও একের পর এক আক্রমণ চালায়। ৫০তম মিনিটে ব্যবধান ২-১ আনে দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত মিনিটে ফের জাপানের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের কাছে ২-১ গোলে পরাজিত হয়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে আলবিসেলেস্তেরা। এরপর ৩৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। তবে ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমায় আর্জেন্টিনা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে টিকে রয়েছে দলটি। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭।

ক্রিকেট

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

প্লে-অফের আগে নিজেদের ব্যাটিং লাইনআপে নতুন শক্তি যোগ করলো রংপুর রাইডার্স। শেষ মুহূর্তে দলে যুক্ত ...

প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স

প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স

প্লে-অফ মাঠে গড়াবে দুপুরে। তার আগে যেন রীতিমত তারার হাট বসাচ্ছে এবারের বিপিএল। শুরুর দিকে ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে