টানটান উত্তেজনায় শেষ হল ব্রাজিলের ম্যাচ, জেনেনিন ফলাফল
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সাথে ড্র করার পর লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। তৃতীয় বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ১-১ গোলে হারিয়েছে সেলেকাও।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের অ্যারেনা প্যান্টানালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে নেইমারের সহায়তায় গ্যাব্রিয়েল ম্যাগালহেসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভেনেজুয়েলার হয়ে সমতা ফেরান এডওয়ার্ড বেলো।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ চালায় স্বাগতিকরা। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। ভিনিসিয়ুস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে প্রথমার্ধে, শুধু গোলটাই পায়নি তারা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা বাড়ে ব্রাজিলের। ৪৮তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক। দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা দুই ম্যাচ জিতে আসা ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন ম্যাগালহায়েস।
পিছিয়ে থেকে ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলোর দুর্দান্ত গোলে। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে এদেরসনের কিছুই করার ছিল না। বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় ছেদ পড়ে ব্রাজিলের।
ড্র করায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। তিন খেলে দুই জয় ও এক ড্র-এ তাদের পয়েন্ট সংখ্যা সাত। এর আগে শুক্রবার ভোরে নিকোলাস ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে টেবিলে শীর্ষে ওঠে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে টানা তিন জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৯ ।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া