দারুন লড়াইয়ে শেষ হল সিটি ও ইউনাইটেডের ম্যাচ, জেনে নিন ফলাফল
ফুটবল বিশ্বের অন্যতম আয়োজন প্রিমিয়ার লিগের আজকের দিনে বড় দলগুলোর দুই রকমের রাত কেটেছে। যেখানে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটি। আর জয়ের আনন্দ ছিল আর্সেনালে।
উলভসের মাঠে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল সিটি। শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। আবার গোল খেয়ে উলভসের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। ইউনাইটেড নিজেদের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি, ক্রিস্টাল প্যালেসের কাছে হার ১-০ গোলে। অন্যদিকে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও বেন হোয়াইটের গোলে বোর্নমাউথের মাঠে আর্সেনাল জিতেছে ৪-০ ব্যবধানে।
উলভসের মাঠে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে সিটি। গোলটি ছিল রুবেন দিয়াজের আত্মঘাতী। উইং দিয়ে দারুণ এক দৌড়ে নাথান আকেকে পরাজিত করেন উলভসের নেতো। বক্সের বাইরে থেকে তিনি নিচু ক্রস পাঠান ডান প্রান্তে। দিয়াজ সেটিকে ঠেকাতে গিয়ে ঠেলে দেন নিজেদের জালে।
ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে সিটিকে ৫৮ মিনিটে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। কিন্তু ৮ মিনিট পরই আবার উলভসকে এগিয়ে দেন হোয়াং হি-চান। এই গোল আর শোধ দিতে পারেনি সিটি।
ইউনাইটেড নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ২৫ মিনিটে। এজের ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোল করেন ক্রিস্টাল প্যালেসের ইওয়াখিম অ্যান্ডারসন। এ মৌসুমে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের এটাই প্রথম গোল।
আর্সেনাল প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে। এর মধ্যে দুটিই ছিল পেনাল্টি থেকে। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ১৭ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি করেন সাকা। ডান প্রান্ত বল নিজের দখলে রেখে অনেকটাই সামনে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান ওডেগার্ড। জেসুসের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান সাকা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তাঁর চতুর্থ গোল।
৪৪ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান ২-০ করেন ওডেগার্ড। আর্সেনালকে পেনাল্টিটি এনে দেন অবশ্য সাকাই। ৫৩ মিনিটে হাভার্টজ পেনাল্টি থেকে স্কোরলাইন করেন ৩-০। আর্সেনালের হয়ে এটি তাঁর প্রথম গোল। যোগ করা সময়ে ওডেগার্ডের সহায়তায় আর্সেনালের চতুর্থ গোলটি করেন হোয়াইট।
এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিটি আছে শীর্ষে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তৃতীয় স্থানে। নিজেদের মাঠে আজ ব্রাইটনকে ৬-১ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স