মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ তারকা ফুটবলার
বার্সেলোনা ছেড়ে এখন ক্লাবহীন সার্জিও বুস্কেটস। সৌদি আরবের দুটি ক্লাবে যাওয়ার প্রস্তাব ছিল তার সামনে। নতুন ক্লাবের সন্ধানে আছেন তিনি। তবে ইএসপিএন ও জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, বার্সেলোনার হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা বুস্কেটস সাবেক সতীর্থ মেসির সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি ইতোমধ্যে বুস্কেটস এর যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে বুস্কেটসকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে তা নিশ্চিত করে মায়ামি।
দু বছরের চুক্তিতে আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের এমএলএসে দেখা যাবে ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে। ২০০৮ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ। স্পেনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ, কোপা দেল রে সহ মোট ৩২ শিরোপা। সৌদি আরব, কাতার থেকে বেশ কিছু প্রস্তাব পেলেও রাজি হননি বুস্কেটস।
উল্লেখ্য, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগতাড়িত এক ভিডিও বার্তায় বুস্কেটস বার্সেলোনা ছাড়ার কথা জানান। তিনি বলেন, এটা সম্মানের, এটা গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি। কিন্তু সবকিছুর শেষ আছে। খুব সহজে নেয়া সিদ্ধান্ত, দল ছাড়ার সময়টা এসে গেছে। যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।
২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। পেপ গার্দিওলা যখন বার্সেলনার বি দলের কোচ, সে সময় প্রথমবারের মতো তিনি বার্সার বি দলে সুযোগ পান। ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় বুস্কেটসের।
এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনা এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে। একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব দেখায় তারা। বুস্কেটস সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স