চমক দিয়ে সৌদি লিগের সেরা একাদশ ঘোষণা, নেই তারকা ফুটবলার
এশিয়ার মরুর বুকে প্রথম মৌসুম শেষ করেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই সিআর সেভেন রোনালদোর। সৌদি প্রো লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে তার দলের শিরোপা স্বপ্ন।
দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই রোনালদোর নাম। লিগের মৌসুম সেরা একাদশেও ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার কোনো প্রভাব নেই। পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিওন ইঘালো। আল হিলালে খেলেন ৩৩ বছর বয়সী ইঘালো।
একাদশে আল ইত্তেহাদের সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রয়েছে। আর রোনালদোর দল থেকে জায়গা পেয়েছেন দুইজন।
গত বছরের আগস্টে শুরু হয়েছিল সৌদি প্রো লিগ। আর চলতি বছরের শুরুতেই আল নাসরে যোগ দেন রোনালদো। গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো লিগে খেলতে নামেন তিনি। এ কারণে ৩০ ম্যাচের লিগে সুযোগ পান মাত্র ১৬ ম্যাচে।
১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। যা তার দলের হয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ, আর পুরো লিগ মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ। এমন পারফরম্যান্সেও মৌসুমের সেরা একাদশে জায়গা হয়নি বিশ্বের অন্যতম সেরা এ ফরোয়ার্ডের।
সৌদি প্রো লিগের মৌসুমসেরা একাদশ সাজিয়েছে ফুটবলের তথ্যপঞ্জি নিয়ে কাজ করা ‘অপটা অ্যানালিস্ট’। লিগের তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করে রোনালদোর জায়গায় স্থান হয়েছে আল হিলালের স্ট্রাইকার ইঘালোর।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন নাইজেরিয়ান ইঘালো। ধারে গিয়ে ইউনাইটেডের হয়ে ২৩ ম্যাচে ৫ গোল করেন তিনি।
আক্রমণভাগে ইঘালোর দুই পাশে জায়গা পেয়েছেন আল ফাতেহ’র দুই ফরোয়ার্ড মুরাদ বাতনা ও ফিরাস আল বুরাইকান। তবে একাদশে জায়গা হয়নি লিগে সর্বোচ্চ ২১ গোল করা আল ইত্তেহাদের আবদেররাজ্জাক হামাদুল্লাহ’র।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স