| ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মেসিকে নিয়ে ফেসবুকে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জুন ০৪ ২১:২৩:০৪
মেসিকে নিয়ে ফেসবুকে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

ফুটবল ইতিহাসে মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও নেইমার-মেসির সম্পর্কটা যেন এর উল্টো। তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্ব অবাক করেছে অনেককেই। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসাথে খেলেছেন দীর্ঘদিন,

এরপর ফরাসি ক্লাব পিএসজিতেও দীর্ঘ সময় এক সাথে খেলা মেসি-নেইমারের। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা মেসিকে ‘ভাই’ সম্বোধন করে আবেগঘন বিদায় বার্তা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বার্সেলোনার পর বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে পিএসজিতে জুটি বাঁধেন নেইমার। কিন্তু সময়টা কেবল দুই মৌসুমের জন্যই ছিল। মেসির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নেইমার। পোস্টে মেসির সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।

রোববার (৪ জুন) ব্রাজিল সুপারস্টার নেইমার লিখেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’

এদিকে, ধারণা করা হচ্ছে ফরাসি ক্লাব ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন মেসি। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই।

স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে।

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে