‘ভালোবাসি বললেই মানুষ অপ্রিয় হয়ে যায়, তাই ভালোবাসি না বলাই শ্রেয়।’
কয়েক মাস আগে বাংলাদেশের সাফ-জয়ী তারকা নারী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। নানা সময়ে নানা কারণে আলোচনায় থাকেন বাংলাদেশি এই তারকা ডিফেন্ডার। গতকাল ২১মে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে ভালোবাসা নিয়ে নিজের আক্ষেপের কথা জানান ময়মনসিংহের এই নারী ফুটবলার। নিজের ছবি পোস্ট করে এই ডিফেন্ডার লিখেছেন, ‘আমায় কখনো কেউ ভালোবাসেনি’। সেই পোস্টে কমেন্ট করে আবারো লিখেছেন, ‘সবাইর প্রতি ভালোবাসা রইল’।
আজ সোমবার (২২ মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত এই নারী ফুটবলারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছেন প্রায় ১৮শত মানুষ। অনেকেই তার কমেন্টে লিখেছেন নানান মন্তব্য। তার এই পোস্টে পাশে পেয়েছেন তার সতীর্থ মারিয়া মান্ডা ও মাতসুশিমা সুমাইয়া। ফুটবলার মারিয়া মান্ডা লিখেছেন, ‘বন্ধু আমিতো ভালোবাসি’। সুমাইয়া লিখেছেন, ‘পার্টনার আমরাতো বাসি।’
সতীর্থ ছাড়াও অনেকেই মন্তব্য করেছেন। ফিরোজ হোসেন নামে একজন লিখেছেন, ‘ভালোবাসি বললেই মানুষ অপ্রিয় হয়ে যায়, তাই ভালোবাসি না বলাই শ্রেয়।’ আবার ফয়সাল তালুকদার নামে এক কমেন্টেকারী লিখেছেন, ‘তুমি এত সুন্দর তোমাকে ভালোবাসা যায়, তুমাকে দেখেই শান্তি।’
চলতি বছরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। যার কারণে অনুশীলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় কাটাচ্ছেন দেশের নারী ফুটবলাররা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে নিজের মনের কথা জানাচ্ছেন শামসুন্নাহার।
ক্যারিয়ারের শুরুতে শামসুন্নাহার সিনিয়রকে কোচ লেফটব্যাক পজিশনে খেলাতেন। মাঝে কিছুদিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও। কিন্তু আবার আগের পজিশনে ফিরে এসেছেন শামসুন্নাহার। সিনিয়র শামসুন্নাহারের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ রানীপুর গ্রামে। ২০১৪ সালে প্রথমবার বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পান। এর পর থেকে নিয়মিত বাংলাদেশ দলের বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলছেন। ময়মনসিংহ ভাষাসৈনিক শামসুল হক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শামসুন্নাহার এবারের সাফে বাংলাদেশের রক্ষণটা দারুণভাবে আগলে রেখেছেন।
অনুশীলনে কোচ গোলাম রব্বানী প্রায়ই চিৎকার করে বলেন, ‘ওই শামসু, ওই চামপু, আরও সামনে এগিয়ে যা।’ জাতীয় দলে বর্তমানে খেলছেন দুজন শামসুন্নাহার। তাঁদেরই একজন সিনিয়র শামসুন্নাহার খেলেন ডিফেন্ডার পজিশনে। পুরো নামে না ডেকে কোচ মজা করে শামসুন্নাহারকে এভাবেই ছোট নামে ডাকেন।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স