‘মেসির জন্য আমাদের ক্লাবের দরজা খোলা’
গত দুই বছর আগে সাম্প্রতিক সময়ের ফুটবলের শাসক আর্জেন্টাইন সুপারস্টার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি বার্সা থেকে চলে এসেছিল পিএসজিতে। তবে সেটা এক মৌসুমের জন্য। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির।
এখন ভক্তদের প্রশ্ন, এরপর কোন ক্লাবে নৌকা ভেড়াবেন তিনি? তালিকায় আছে বার্সেলোনা, ইন্টার মায়ামি, নিউ ওল্ড বয়েজ ও আল হিলালের নাম। মেসি চুক্তি বাড়াতে পারেন পিএসজির সঙ্গেও। কোনটা বেছে নেবেন আর্জেন্টাইন সুপারস্টার? সেটা সময়ই বলে দেবে। তবে এরইমধ্যে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের আর্জেন্টাইন ফুটবলার জার্মান পাজেলা বলেছেন, মেসির জন্য তাদের দলের দরজা খোলা।
টিওয়াইসি স্পোর্টসে সতীর্থ গুইডো রদ্রিগেজের সঙ্গে আলাপচারিতায় পাজেলা বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মেসি খুশি। সে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বেতিসে আমরা তার জন্য দরজা খোলা রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই। সে যদি আসতে চায়, তবে আসতে পারে। তার স্পেনে আসাটা দারুণ ব্যাপার হবে।’
মেসি বিশ্বসেরাদের একজন। তার মতো একজন সুপারস্টারকে আর্জেন্টিনা দলে পেয়ে ভীষণ খুশি পাজেলা। তিনি বলেন, ‘মেসি যখন ফুটবল খেলে, তখন সবাইকে খুশি করে। সারা জীবন ধরেই পিচে ও এসব করে আসছে। আর্জেন্টাইন হিসেবে তাকে দলে পেয়ে আমরা ভীষণ খুশি।’
টিওয়াইসি স্পোর্টসের দাবি, পাজেলা এসব কথা বলেছেন রসিকতা করে। কেননা স্পেনে গেলে মেসির বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাই বেশি। ওখানেই তো শৈশবে ফুটবলের সঙ্গে মিতালি হয়েছিল লিওর। তাছাড়া বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সম্প্রতি বলেছেনও, তারা মেসিকে দলে ভেড়াতে সাধ্যের সবটুকু করবে।
প্রসঙ্গত, ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। চুক্তি শেষ হওয়ার পর নতুন কোনো ঠিকানায় নাম লেখাতে পারেন তিনি। কারণ পিএসজির সঙ্গে সাম্প্রতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না এ তারকার। কিছুদিন আগে অনুমতি ছাড়া সৌদি আরব সফরের জন্য তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল ফরাসি ক্লাবটি। যদিও পরে ক্ষমা চেয়ে নেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স