| ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ এপ্রিল ১৬ ০৯:৩৬:৪৪
শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল

মাহা গুরুত্বপূর্ণ ম্যাচে লাঁসের বিপক্ষে মাঠে পিএসজি। এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচকে ধরা হচ্ছিল শিরোপা নির্ধারণের লড়াই হিসেবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি, আভাস যেখানে ‘কেহ কাকে নাহি ছাড়ে সমানে সমান’ লড়াইয়ের।

কিন্তু লড়াইটা ‘সমানে সমান’ থাকল শুধু প্রথম আধা ঘণ্টাই। পিএসজিকে প্রথমার্ধের শেষ ১৫ মিনিটের মধ্যে গোল এনে দিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর ভিতিনিয়া। দ্বিতীয়ার্ধে উল্টো দিক থেকে এক গোল শোধ হলো বটে, কিন্তু স্কোরলাইন শেষ পর্যন্ত মেসিদের পক্ষেই—পিএসজি ৩, লাঁস ১।

এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপাদৌড়ে পরিষ্কার ব্যবধানে এগিয়েও গেল পিএসজি। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২, সমান ম্যাচ খেলে লাঁস ৬৩। এবারের মৌসুমে দুই দলের সাতটি করে ম্যাচ বাকি।

পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিতে পিএসজির প্রতিপক্ষ ছিল নিজেদের সাম্প্রতিক ইতিহাসও। লাঁসের বিপক্ষে গত মৌসুমের শুরু থেকে আজকের আগপর্যন্ত টানা তিন ম্যাচ জয়হীন ছিল পিএসজি। সাম্প্রতিক সময়ে ফরাসি লিগের আর কোনো দলের বিপক্ষে পিএসজি এত ভোগেনি।

সেই ভোগান্তির সম্ভাবনা জাগিয়ে প্রথম ১৫ মিনিট তাল মিলিয়েই খেলে গেছে লাঁস। তবে ১৯ মিনিটে আবদুল সামেদের ভুলে পিছিয়ে পড়ে তারা। না, গোল হয়নি তখন। আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ঘানাইয়ান এই ফুটবলার।

১০ জনের লাঁসের বিপক্ষে পিএসজির গোল পাওয়া সময়ের ব্যাপার হয়ে যায়। আর সেটিই আসে ৩১ মিনিটে। আক্রমণে উঠে লাঁস ডি–বক্সের সামনে এমবাপ্পেকে বল বাড়ান মেসি। প্রথম স্পর্শে ভিতিনিয়ার কাছে বল পাঠান এমবাপ্পে। ফিরতি বলে নেওয়া এমবাপ্পের শট পোস্টের ভেতরের অংশ লেগে জালে জড়ায়।

৩৭ মিনিটে গোল পেয়ে যান ভিতিনিয়াও। কর্নার সামলাতে দুই দলের খেলোয়াড়েরা ছিলেন গোলমুখে। কর্নারে লম্বা করে বল না বাড়িয়ে আস্তে করে মাঝমাঠের দিকে বল বাড়ান মেসি। অরক্ষিত থাকা ভিতিনিয়া ডি–বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন।

মেসি গোল পান এর দুই মিনিট পর। বাঁ দিক থেকে ডি–বক্সে ঢুকে এমবাপ্পেকে বল বাড়ান মেসি। দারুণ ব্যাকহিল ফ্লিকে বল মেসিকে ফেরত দেন এমবাপ্পে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

এই গোলের সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। দুজনের গোল এখন ৪৯৫টি করে।

প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি পিএসজি। মেসি-এমবাপ্পে দুজনই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাঁসের পক্ষে ব্যবধান ৩-১–এ নামিয়ে আনেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

বিপিএলে আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত এক বোলিং পারফরম্যান্সে চিটাগং কিংসকে গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে