মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখে নিন সম্ভব্য একাদশ
গত বছরের শেষে শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে নতুনভাবে শুরু করতে মাঠে নামছে ব্রাজিল। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ গেল বিশ্বকাপে চমক দেখানো উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কো।
শামি ২৬ মার্চ রোববার বাংলাদেশ সময় ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দেবে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।
কাতার বিশ্বকাপে একদিকে যেমন আর্জেন্টিনা তার দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তেমনি ব্রাজিল শেষ ম্যাচে বাজে পারফর্ম করে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যায়। ব্যর্থ হয় হেক্সা মিশনে। গতবছরের সেই কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল।
বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পরই কোচের ব্রাজিলের পদ ছেড়ে দেন প্রফেসর তিতে। নতুন কোচের খোঁজে থাকা ব্রাজিল উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কোর বিপক্ষে কেমন খেলবে তা দেখার বিষয়। সাম্প্রতি নেইমারদের দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসের হাতে। আগামী ২০২৬ বিশ্বকাপেই শিরোপা জিততে মরিয়া ব্রাজিলিয়ানরা। তাই জয় দিয়ে শুরু করতে চায় ভিনিসিয়াস-রদ্রিগোরা।
বিশ্বকাপে ব্যর্থ মিশনের পরও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ঠিকঠাক ধরে রাখে ব্রাজিল। যদিও সেলেসাওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগের দিন বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা পানামাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয়ের উৎসব করেছে।
বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। চোটের কারণে দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এছাড়া বিশ্রাম দেওয়া হয়ে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। তাদের জায়গায় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন সদ্যই যুব কোপা আমেরিকার শিরোপা জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা।
অন্যদিকে হোম ম্যাচে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে মরক্কো। কোচ ওয়ালিদের আস্থা ধরে রেখেছেন আশরাফ হাকিমি-হাকিম জিয়েখ, সোফয়ান আম্রাবাত, আজেদিন ওনাহিরা। গোলবারে আস্থার প্রতিক ইয়াসিন বুনোতো থাকছেনই।
ফুটবল ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মুসলিম প্রধান দেশ মরক্কো। আগের দুবারের দেখায় প্রতিবারই সেলেসাওদের কাছে হেরেছে অ্যাটলাস লায়ন্সরা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : এডারসন, রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যাল, সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা ও অ্যান্টোনি।
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ