| ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অদ্ভুত কারনে খেলতে নামার আগেই লাল কার্ড পেল ফুটবলার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২২ ১২:৪৮:৩৩
অদ্ভুত কারনে খেলতে নামার আগেই লাল কার্ড পেল ফুটবলার

ম্যাচ চলছিল খুব দারুন ভাবে। একপর্যায়ে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামার জন্যে তৈরি হচ্ছিলেন ফুটবলার। দৌড়ঝাঁপ করে গা ঘামাচ্ছিলেন মাঠের পাশে। কিন্তু আচমকা প্রকৃতির ডাক এসে যাওয়ায় সাড়া না দিয়ে থাকতে পারেননি এই ফুটবলার। হুট করে মাঠের ধারেই মূত্রত্যাগ করছিলেন ফুটবলার।

এই চরম বেয়াদবির কারনে শাস্তি হিসাবে সরাসরি তাঁকে লাল কার্ড দেখালেন রেফারি। মাঠে নামার আগেই সাজঘরে ফিরে যেতে হল ইটালির ফুটবলার ক্রিশ্চিয়ানো বুনিনোকে। গত রবিবার ইটালির তৃতীয় ডিভিশনে লিকো বনাম পিয়াসেঞ্জার ম্যাচ ছিল। সেই ম্যাচে ৭৩ মিনিটে মাঠে নামার জন্যে তৈরি হচ্ছিলেন বুনিনো।

এমন সময় হঠাৎ করেই প্রকৃতির ডাক এসে যায়। তখন সাজঘরে ফেরার সময় নেই দেখে ডাগআউটের ধারে একটি জায়গায় মূত্রত্যাগ করেন বুনিনো। তবে রেফারির নজর এড়াতে পারেননি। খেলা থামিয়ে বুনিনোর দিকে এগিয়ে এসে তাঁকে লাল কার্ড দেখান তিনি। ফলে মাঠে নামার আগেই শাস্তি পেতে হয় ইটালির এই ফুটবলারকে। ইটালির ঘরোয়া ফুটবলের আইনে এই শাস্তির কথাই লেখা রয়েছে।

অতীতে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন বুনিনো। ৩৪টি ম্যাচে নেমেছেন। এ ছাড়া ইটালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচে খেলেছেন তিনি। এ বছরের জানুয়ারিতে লিকোতে যোগ দেন। মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।

লিকোর কোচ লুসিয়ানো ফশি মনে করছেন, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাঁর দলের ফুটবলারকে। তিনি বলেছেন, “লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে এবং সেটা পালন করা উচিত, সবই মানছি। তবে আশা করেছিলাম রেফারিরা সাধারণ বুদ্ধি কাজে লাগাবেন। কারণ বুনিনো কারওর ভাবাবেগে আঘাত করেনি এবং ওর কাজ কেউ দেখতেও পায়নি। আশা করেছিলাম হলুদ কার্ড দেখানো হবে। রেফারি কোনও ভুল করেননি। বুনিনো বোধ হয় ওই কাজ করার আগে জানতও না কী শাস্তি হতে চলেছে।”

মাঠে মূত্রত্যাগ করার জন্যে এর আগেও ফুটবলারদের শাস্তি পেতে হয়েছে। ২০১৭-য় গোলের পিছনে মূত্রত্যাগের কারণে সালফোর্ড সিটির গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বেকে লাল কার্ড দেখানো হয়।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল

এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল

টানা আট ম্যাচে জয় তুলে নিয়ে সবার আগে প্লে-অফে ওঠা রংপুর রাইডার্স অবশেষে টুর্নামেন্ট থেকে ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে