খেলা চলাকালীন সময়ে মেসিকে যেভাবে দুয়োধ্বনি দিল পিএসজি সমর্থকরা
৭৫১ দিন পরে অর্থাৎ গত ২০২১ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো নিজেদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পরাজয়ের স্বাদ পেল ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন তারকা দল পিএসজি। গতকাল রোববার (১৯ মার্চ) ফরাসি লিগে সাওরের অন্যতম শক্তিশালী দল রেনের বিপক্ষে ম্যাচটিতে নিষ্প্রভ ছিলেন মেসি-এমবাপেরা। আর এমন ম্যাচে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হলো বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা তারকা ফুটবলার আর্জেন্টাইন মহাতারকাকে।
কয়েক দিন আগে থেকেই কিছু টা আভাস পাওয়া যাচ্ছিল, চলতি এই চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার জেরে মেসিকে মাঠে দুয়োধ্বনি দিতে পারে পিএসজির উগ্রপন্থী একটি সমর্থক গ্রুপ। পরিকল্পনা ছিল মেসিকে অপমান করার। রেনের বিপক্ষে ম্যাচটিতে হলোও তাই। এর আগে বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবটিতে দুঃস্বপ্নের মতো প্রথম মৌসুমেও সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল ফুটবল বিশ্বের এই ক্ষুদে যাদুকর।
গতকাল ১৯ মার্চ রোববার লিগ ওয়ানের ম্যাচটির শুরুতে লাইন-আপ ঘোষণা হওয়ার পরপরই মেসিকে দুয়োধ্বনি দেন গ্যালারিতে থাকা কিছু সমর্থক।
Audible booing (but also cheering) around the Parc des Princes as Lionel Messi’s name is announced among the starters.
????@rafajuc pic.twitter.com/23uN5mJkJJ
— Get French Football News (@GFFN) March 19, 2023
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরই পিএসজির একদল সমর্থক অভিযোগ করেছিলেন মেসির দায়বদ্ধতা নিয়ে। তাদের অভিযোগ ছিল, মেসিকে যতটা পারিশ্রমিক দেওয়া হয় ততটা দায়বদ্ধতা তিনি দেখান না। বায়ার্নের বিরুদ্ধে দুই পর্বেই গোল করতে পারেননি লিও। সেই উদাহরণও টেনে আনেন সমর্থকরা। তারা এও দাবি করছিলেন যে রেনের বিপক্ষে ম্যাচে মেসিকে বিদ্রুপ করবেন। সেটাই করে দেখালেন তারা।
এদিকে, সমর্থকদের এমন দুয়োধ্বনি ভালোভাবে নেননি মেসিও। খেলা শেষে মেসিকে একা একা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। খেলার আগে দলের অনুশীলন থেকেও নাকি আগে বেরিয়ে যান মেসি। কোচ ক্রিস্টোফে গালটিয়ের অবশ্য জানিয়েছেন, শারীরিক কিছু সমস্যার জন্য আগে অনুশীলন থেকে চলে যান মেসি। কিন্তু তারপরেও জল্পনা কমছে না।
চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। এদিকে, নতুন করে চুক্তি নবায়নেরও তেমন আভাস মিলছে না। ক্লাবটিতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই সমর্থকদের এমন বিরূপ আচরণের সাক্ষী হলেন তিনি।
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- ফিরছেন সাকিব আল হাসান
- আকাশেই বিপাকে রাসেল-ডেভিডদের বহনকারী বিমান,পারছে না অবতরন করতে
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর