যে কারনে নেইমারের চোট নিয়ে খুশি দুগারি
পিএসজি দলের অন্যতম সেরা ফুটবলার নেইমার। গত কয়েক ম্যাচ আগে এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠের মধ্যে ইনজুরিতে পড়ে যায় রীতিমত ক্রাশ করে মাঠ ছাড়তে হয়। মুলাত অ্যাঙ্কলের চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। কিছু দিন পর পরে তাকে এই ইনজুরিতে পড়তে হয়।
একেকবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। কেবল পিএসজিতে যোগ দেওয়ার পরই চার বছরে তিনি ৪ বার ইনজুরির কবলে পড়েছেন। ফুটবলবোদ্ধোদের মতে, ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার অনেকটা শেষ হয়ে গেছে। নয়তো ক্যারিয়ারের শুরুতে ‘পেলে’ খ্যাতি পাওয়া এই ব্রাজিলিয়ান কেন এককভাবে কোনো শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে পারেননি। এমনকি দলকে তিনি উল্লেখযোগ্য শিরোপা উপহার দিতেও ব্যর্থ হয়েছেন। তবে তার চোটে খুশি হয়েছেন একজন। বলছেন নেইমারের অনুপস্থিতিতে দলকে একসূত্রে গাঁথতে পারবেন পিএসজি কোচ!
সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে লিগের ম্যাচে নেইমার চোট নিয়ে মাঠ ছাড়েন। শুরুতে তার ফেরার সময় জানাতে না পারলেও গতকাল (৬ মার্চ) ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে সার্জারি করতে হবে এই তারকা স্ট্রাইকারের। ফলে কমপক্ষে ৩-৪ মাস মাঠের বাইরে থাকবেন তিনি। এতে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের চলতি মৌসুমই শেষ হয়ে গেছে।
এদিকে তার এই দীর্ঘ সময়ের ইনজুরিতে খুশি হয়েছেন সাবেক ফরাসি ফুটবলার ক্রিস্তফ দুগারি। দুগারি ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জিতেছেন। নেইমারকে আগে থেকে অপছন্দ করলেও সেটি গোপন রাখেননি তিনি। আরএমসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘তাকে (নেইমার) দেখাটা আর সহ্য হয় না। ড্রিবলিং থেকে তার আচরণ—সবকিছুই অসহ্য লাগে। মাঠে তাকে আর দেখতে চাই না। এটা ক্লান্তিকর।’
তার এই অনুপস্থিতির কারণে দলের সবাইকে ঐক্যবদ্ধ করতে কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে সুযোগ পেয়েছেন বলে মনে করছেন তিনি। দুগারির মতে, ‘নেইমার চোট পাওয়ায় পিএসজির কথা ভেবে আনন্দ লাগছে। আমার মতে, ক্রিস্তফ গালতিয়ের জন্য এটা অপূর্ব এক সুযোগ। একটা না একটা সময় এসে নেইমারকে সরানোর সিদ্ধান্ত তাকে নিতেই হবে। এটাই একমাত্র সমাধান। পেছনে পাঁচজন ও মাঝে তিনজন নিয়ে সামনে মেসি-এমবাপেকে রাখলেই দলটা (পিএসজি) ভারসাম্য পাবে।’
ফরাসিদের জার্সিতে দুগারি ৫৫ ম্যাচে ৮ গোল করেছিলেন। জাতীয় দলের বাইরে তিনি খেলেছেন বোর্দো, এসি মিলান ও বার্সেলোনার হয়ে।
অন্যদিকে, চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে ভালোই পারফর্ম করছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন নেইমার। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও চোটের কারণে কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু এবারের চোট তাকে আরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইতোমধ্যে তিনি পিএসজির গত কয়েকটি ম্যাচ মিস করেছেন। আগামী বুধবারের আসন্ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচেও তাকে মিস করার কথা জানিয়েছেন কোচ গ্যালতিয়ে।
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- ফিরছেন সাকিব আল হাসান
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- বাংলাদেশী টাকায় আজকের মালয়েশিয়ান রিংগিত রেট
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- সোয়া কোটি টাকার ট্যুরিস্ট, আন্ড্রে রাসেলদের নিয়ে রংপুরকে তীব্র খোঁচা তামিমের