| ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ফাঁস করে দিলো আসল তথ্যঃ আর্জেন্টিনায় ফিরতেই চাইছেন না মেসি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ০৬ ১৭:৪৬:৪৮
ফাঁস করে দিলো আসল তথ্যঃ আর্জেন্টিনায় ফিরতেই চাইছেন না মেসি

যে আর্জেন্টিনার হয়ে গত কয়েক মাস আগে বিশ্বকাপ জেতাল , যে আর্জেন্টিনায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের উদযাপন করলো, যে আর্জেন্টিনাকে লিওনেল মেসি এত ভালবাসেন অবশেষে সেই আর্জেন্টিনাতে আর ফিরতে চান না এই ফুটবলের ক্ষুদে যাদুকর।

মুলাত কয়েক দিন আগে রোসারিয়োয় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে দুষ্কৃতী হামলায় কি ভয় পেয়ে গিয়েছেন তিনি? এটাই কি মুল কারন। মেসির প্রাক্তন সতীর্থ জানিয়েছেন, "এই হামলা মোটেই হাল্কা ভাবে নেওয়ার বিষয় নয়। তাই মেসি যথেষ্ট চিন্তাভাবনা করে তার পরে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।"

বিশ্বসেরা ফুটবলার মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজ়ের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ এ কথা জানিয়েছেন। গত ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। হেইঞ্জ বলেছেন, ‘‘এই হামলা মোটেই হাল্কা ভাবে নেওয়ার বিষয় নয়।

লিয়ো চিন্তায় রয়েছে। ও কবে দেশে ফিরবে সেটা এখনও ঠিক করেনি। এই পরিস্থিতিতে ফেরা সহজ নয়।’’ হেইঞ্জ আরও বলেছেন, ‘‘মেসির পরিবারের উপর এই হামলা হয়েছে বলে হয়তো কথা হচ্ছে। তবে এই ঘটনা নতুন নয়। রোসারিয়োয় মাদক কারবারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আরও অনেক ফুটবলারের পরিবারের উপর হামলা করেছে। তারা তো ফিরতেও পারছে না।’’

গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা দু’জন দুষ্কৃতীকে মোটরবাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। দুষ্কৃতীরা আন্তোনেল্লার দোকানে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার আগে মেসির জন্য একটি চিঠি রেখে যায়। তাতে লেখা ছিল, “মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন (রোসারিয়োর মেয়র পাভলো জাভকিন) একজন মাদকচক্রী। ও তোমায় বাঁচাতে পারবে না।”

এই প্রসঙ্গে জাভকিন বলেছেন, ‘‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মেসির উপর আক্রমণের ঘটনার খবরের থেকে আর কিছু দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। ঠিক সেটাই হয়েছে। আমি আন্তোনেল্লার সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় ওঁরা অত্যন্ত উদ্বিগ্ন।’’ তিনি আরও বলেছেন, “শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের দরকার রয়েছে।’’

ক্রিকেট

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

প্লে-অফের আগে নিজেদের ব্যাটিং লাইনআপে নতুন শক্তি যোগ করলো রংপুর রাইডার্স। শেষ মুহূর্তে দলে যুক্ত ...

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

বিপিএলে আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত এক বোলিং পারফরম্যান্সে চিটাগং কিংসকে গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে