রিয়াল মাদ্রিদের সর্বনাস, বার্সেলোনার পৌষ মাস
অ্যানফিল্ডে লিভারপুলকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর কী হল রিয়াল মাদ্রিদের! লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের পরে, কার্লো আনচেলত্তির দল রিয়াল বেতিসের সাথে ড্র করেছে। রবিবার রাতে বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। সমান ২৪ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫৩। ব্যবধান ৯ পয়েন্টের।
লা লিগার ইতিহাস বলছে, ২৪ ম্যাচ শেষে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কেউ শিরোপা হারায়নি। যার অর্থ, এবার বার্সেলোনার শিরোপাজয় নিশ্চিত। বিপরীতে দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল।
রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নন। লিগে এখনো দুই দলেরই ১৪টি করে ম্যাচ বাকি। যার একটি আবার ক্যাম্প ন্যুতে মুখোমুখি লড়াইয়ের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রিয়াল কোচকে যখন শিরোপার আশা এখানেই শেষ কি না জিজ্ঞেস করা হয়, ইতালিয়ান কোচের জবাবে ছিল আশাবাদ, ‘শিরোপার আশা এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, ৯ পয়েন্ট মানে অনেক ব্যবধান। তবে আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পাঁচ গোল করা রিয়াল সর্বশেষ তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে। তাও আতলেতিকোর বিপক্ষে স্পট কিকে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে আর লা লিগায় বেতিসের বিপক্ষে গোলের দেখাই পাননি করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা।
কাতার বিশ্বকাপের পর পেনাল্টি বাদ দিলে মাত্র ১০ গোল করতে পেরেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে সর্বোচ্চ ৩টি মার্কো আসেনসিওর। টানা দুই ম্যাচে সেই আসেনসিওকেই মাঠে নামাননি আনচেলত্তি। কী কারণে তাঁকে খেলানো হচ্ছে না-এই প্রশ্নের উত্তরে রিয়াল কোচের জবাব, ‘ওকে কেন খেলানো হচ্ছে না, ব্যাখ্যা করাটা কঠিন। আমাদের রদ্রিগো, বেনজেমা, ভিনিসিয়ুসরা আছে। ওকে নামানোর কথা আমি ভেবেছিলাম। তবে ওকে ছাড়া খেলার কথাও আমাকে ভাবতে হয়েছে।’
বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে আনচেলত্তির প্রতিক্রিয়ায় ছিল হতাশা, ‘যতটা না রাগ লাগছে, তার চেয়ে বেশি লাগছে হতাশা। এই দলটা টানা তিন ম্যাচে ওপেন প্লে থেকে গোল করতে পারছে না। সমস্যাটা কী, তা জানি। এখন আমাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।’
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ফিরছেন সাকিব আল হাসান
- আকাশেই বিপাকে রাসেল-ডেভিডদের বহনকারী বিমান,পারছে না অবতরন করতে
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন
- বাংলাদেশী টাকায় আজকের মালয়েশিয়ান রিংগিত রেট
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়