মেসি এমবাপ্পের খেলা দেখতেক্রাচে ভর দিয়ে হাজির নেইমার
পিএসজি দলের অন্যতম তারকা ফুটবলার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে প্রায় দেখা যায় অ্যাঙ্কলের চোট নিয়ে কিছুদিন পরপরই স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ার ঘটনা। তবে শেষ বারে বেশ গুরুতরও ইনজুরিতে পড়ে এই তারকা ফুটবলার। মুলাত একই চোটেই তিনি বারবার ছিটকে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ সব ম্যাচ থেকে।
কিছু দিন পরেই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলের জাতীয় দল। সেখান থেকেও বাদ পরেছেন তিনি। কেবল জাতীয় দলই নয়, ফরাসি ক্লাব পিএসজির জার্সিতেও চোট তার বিশাল সময় কেড়ে নিচ্ছে। অনেকে তার এই চোটের পেছনে ব্যস্ত সূচিকে দায়ী করছেন।
সে যাইহোক, প্রতিবারের মতো এবারও মাঠে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজির সর্ব শেষ ম্যাচে মেসিকে মাঠে দেখা গিয়েছে তবে খেলোয়াড় হিসেবে নয় একজন দর্শক হিসেবে। এরই ফাঁকে পিএসজির খেলা দেখতে তিনি হাজির হয়েছেন গ্যালারিতে।
গতকাল (৪ মার্চ) রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ওই ম্যাচে তার সতীর্থ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে গোল করেছেন। যার বদৌলতে ৪-২ গোলের বড় ব্যবধানে লিলেকে হারিয়েছে ক্রিস্তফ গ্যালতিয়ের শিষ্যরা। ম্যাচটি দেখতে ক্রাচে ভর দিয়ে মাঠে এসেছিলেন নেইমার।
এদিন ক্রাচে ভর দিয়ে নেইমারকে গ্যালারিতে দেখা যায়। তবে তাকে দেখে সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে হয়নি। বিস্ফারিত চোখে খেলা দেখেছেন তিনি। চলতি সিজনে দলের কঠিন অবস্থাও তাকে টের পাওয়া যায়। যেখানে প্রতিটি ম্যাচই পিএসজি নিজেদের ছন্দ ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।
এর আগে ১৯ ফেব্রুয়ারির ম্যাচটিও লিলের বিপক্ষের। সেই ম্যাচেও পিএসজি ত্রয়ী মেসি-নেইমার ও এমবাপের গোলে ৪-৩ গোলে জয় পেয়েছিল তারা। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই অশ্রুভেজা চোখে মাঠ ছেড়েছিলেন নেইমার। তখনই মনে হয়েছিল বেশ গুরুতর চোটেই পড়েছেন এই ব্রাজিলিয়ান। পরবর্তীতে জানা যায়, নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। এতে ঠিক কত সময়ের জন্য তাকে পিএসজি হারিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও তাকে পাচ্ছে না পিএসজি। আগামী বুধবার তারা বায়ার্নের মাঠেই তাদের মোকাবিলা করবে। নেইমারকে না পাওয়া দলের ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের। ইনজুরিতে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি তিনি আরও ১৭টিতে অবদান রেখেছেন।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স