| ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

শেষ পর্যন্ত পূর্ণ হয়েছিল ফুটবল সম্রাট পেলের শেষ ইচ্ছা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ০৪ ১২:২৩:২৮
শেষ পর্যন্ত পূর্ণ হয়েছিল ফুটবল সম্রাট পেলের শেষ ইচ্ছা

ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলকে চিরপ্রতিদ্বন্দ্বী দল বলা হয়ে থাকে। গত ২০২২ কাতার বিশ্বকাপে শক্তিশালী ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। তবে আর্জেন্টিনা অবশ্য ৩৬ বছরের খরা কাটায়। মেসির দল আর্জেন্টিনা ১৯৮৬ বিশ্বকাপের পরে ২০২২ সালে এসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। যার ফাইনাল হয় ১৮ ডিসেম্বর। আর হঠাৎই ২৯ ডিসেম্বরের রাতে ফুটবল বিশ্ব থমকে যায় এক দুঃসংবাদে। ফুটবলের সম্রাট পেলে প্রয়াত হয়েছেন।

তভে বর্তমানে তার মেয়ে কেলি নাসিমেন্টো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম এক অদ্ভুত তথ্য ফাঁস করেন। তিনি এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তার বিখ্যাত বাবা মৃত্যুর আগে চেয়েছিলেন আর্জেন্টিনাই হোক বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

কেলি লিখেছেন, নক আউটে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হার মানে, তখন বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবার জন্য ব্রাজিল বিশ্বকাপ জিতুক, এটাই চেয়েছিলেন ব্রাজিলের সবাই। ব্রাজিলের স্বপ্ন ভাঙার পর হাসপাতালের ঘরে শুয়ে থাকা বাবার কাছে সবার জিজ্ঞাসা ছিল একটাই, পেলে এবার কে জিতবে? আর্জেন্টিনা নিশ্চয়ই নয়। বাবা তখন বলেন, অবশ্যই আর্জেন্টিনা। এ বিশ্বকাপ এবার দক্ষিণ আমেরিকায় থেকে যাওয়াই উচিত। একমাত্র মেসিরই প্রাপ্য এ বিশ্বকাপ।

ফুটবলের সম্রাটের এ ইচ্ছার কথা অবশ্য তিনি জানিয়ে দিয়েছিলেন মেসির স্ত্রী আন্তোনেলাকে। ২০২২ সালের ফাইনাল ম্যাচ দেখা সম্ভব হয়নি পেলের পক্ষে। তার শারীরিক অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা যে জয়ী হয়েছে এবং মেসির হাতে বিশ্বকাপ উঠেছে, এ খবর দেওয়া হয় পেলেকে। কেলি জানিয়েছেন বিশ্বকাপ আর্জেন্টিনায় যাওয়ায় খুব খুশি হন পেলে। পরে অবশ্য পেলে টুইটারে আর্জেন্টিনা ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, দিয়েগো এখন নিশ্চই হাসছেন।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স

অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স

খুলনা টাইগার্সের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের আউট হওয়ার ঘটনাটি একটি নিখুঁত পরিকল্পনার ফল। ম্যাচে রাসেলকে আউট ...



রে