| ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মোহনবাগান শনিবারের খেলাটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ০২ ১৬:১৩:০৬
মোহনবাগান শনিবারের খেলাটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে

মোহনবাগান আগামী শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ফাইনাল খেলতে চলেছে! এমনটাই মনে করছে হুয়ান ফার্নান্দোর দল। ডার্বি জয়ের আনন্দ মনে করতে পারেননি সবুজ ও মেরুন। মোহনবাগানের নজর এখন ফাইনাল ম্যাচের দিকে। তাই শনিবার ওড়িশার বিপক্ষে প্লে-অফ ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছে তারা।

মোহনবাগান যুবভারতীতে ডার্বি জিতেছে। গ্রিন এবং মেরুনরা পরপর আটটি ডার্বি জিতে তাদের আত্মাকে হতাশ করতে নারাজ। দলের ডিফেন্ডার স্লাভকো ডোমানভিচ বলেন, “ওড়িশা শক্তিশালী দল। আমাদের কাছে ডার্বির থেকেও গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ওড়িশা পাল্টা আক্রমণে উঠে আসে। আমাদের সতর্ক থাকতে হবে। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছি আমরা। মাঠে আমাদের সমর্থকরা থাকবেন। এই ম্যাচ আমাদের জিততেই হবে, না হলে আনন্দটাই ফিকে হয়ে যাবে।”

তিনি বলেন, “ডার্বিতে আমরা মরিয়া মনোভাব নিয়ে খেলেছিলাম। শনিবার আরও বেশি একাগ্রতা নিয়ে খেলতে হবে। ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা বেশি শক্তিশালী। ওরাও ফাইনালে ওঠার চেষ্টা করবে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আমরা চাই ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ম্যাচ নিয়ে যেতে চাই না।”

ডার্বির আবেগ কেমন তা বোঝেন প্রীতম কোটাল। মোহনবাগান অধিনায়ক তা-ও ডার্বির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ওড়িশা ম্যাচকে। প্রীতম বলেন, “এই ম্যাচটা হারলে সব শেষ। তাও ডার্বির থেকেও ১০ শতাংশ বেশি দিতে হবে আমাদের। ডার্বি এখন অতীত। আমরা লিগ জিততে পারিনি। কিন্তু শিল্ড জেতার সুযোগ রয়েছে আমাদের সামনে। সেটা কাজে লাগাতে হবে।

ডার্বি খেলতে নেমেছিলাম জেতার মানসিকতা নিয়ে। ওড়িশা ম্যাচেও সেটা প্রয়োজন। নক আউটে সামান্য ভুলেই অঘটন ঘটে যেতে পারে। তাই সতর্ক থাকব। আমাদের এখন শুধুই চিন্তা ওড়িশাকে নিয়ে। আর কোনও কিছু নিয়েই ভাবছি না আমরা।”

ক্রিকেট

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

১৪৪.৭০ স্ট্রাইকরেটের ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

প্লে-অফের আগে নিজেদের ব্যাটিং লাইনআপে নতুন শক্তি যোগ করলো রংপুর রাইডার্স। শেষ মুহূর্তে দলে যুক্ত ...

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

২৪ রানে ৫ উইকেট, মোহাম্মদের কাছে অসহায়চিটাগং কিংস

বিপিএলে আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত এক বোলিং পারফরম্যান্সে চিটাগং কিংসকে গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে