সিআরসেভেনকে ছাড়া সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলেন রোনাল্ডো
কথায় আছে নিজের দেশকে যদি সারা বিশ্বের কাছে তুলে হতে চাও তবে অবশ্যই ফুটবলের নাম লেখাও। এই কথা থেকে বঝা যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা গুলোর মধ্য যে অন্যতম হলো ফুটবল তা আর বলার অবকাস থাকে না। সাম্প্রতিক সময়ে ফুটবল নিয়ে ভক্তদের আনন্দ-উল্লাসের কোন শেষ নেই তার বাস্তব প্রমান সদ্য শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপ।
তাই তো এই ফুটবল নিয়ে হরহামেশাই বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। এই যেমন ভক্তদের মধ্যে তরক লাগে সর্বকালের সেরা ফুটবলার কে, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা একাদশে থাকবে কারা ইত্যাদি বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। তেমনি সর্বকালের সেরা একাদশ বেচে নিলেন ব্রাজিলের অন্যতম বিশ্বকাপ জয়ী সেরা ফুটবলার ব্রাজিলের রোনাল্ডো নাজারিও।
ফুটবল বিশ্বে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলের রোনাল্ডো নাজারিও। ভক্ত দের কাছে খুবই জনপ্রিয় একজন তারকা ফুতবলার দেশকে দু দুবার বিশ্বকাপ এনে দেওয়া রোনাল্ডো তার সর্বকালের সেরা একাদশ বাছলেন। তাৎপর্যপূর্ণভাবে তার সেরা একাদশে রয়েছেন দুইজন আর্জেন্টিনার তারকা। এক কিংবদন্তী দিয়েগো মারাদোনা ও অপরজন তার উত্তরসূরি লিওনেল মেসি। সেরা একাদশে রয়েছেন ফুটবল সম্রাট পেলে।
রোনাল্ডো গোলকিপার রেখেছেন ইতালির গিয়ানলুইগি বুফোকে। রাইটব্যাকে কাফু, সেন্ট্রাল ব্যাকে পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লেফট ব্যাকে রবার্তো কার্লোসকে রেখেছেন রোনাল্ডো। সেন্ট্রাল মিডফিল্ডে রয়েছেন দিয়েগো মারাদোনা, জিকো। মাঝমাঠের ডানপ্রান্তে লিওনেল মেসি, বা প্রান্তে রোনালডিনহো, সেন্টার ফরোয়ার্ড হিসেবে পেলেকে রেখেছেন তিনি।
এছাড়াও ফরোয়ার্ড হিসেবে নিজেকেও রেখেছেন ব্রাজিলের হয়ে ৬৮ টি গোল করা ও ক্লাব ফুটবলে ৩৫০ এরও বেশি গোল করা রোনাল্ডো। সোমবার ফিফার তরফে সেরা ফুটবলারদের পুরস্কার দেওয়া হবে, তার আগে সংবাদমাধ্যমের আবদারে তার সেরা একাদশ জানালেন রোনাল্ডো নাজারিও।
রোনাল্ডো জানান, বুফোকে দিয়েই শুরু করা যাক, একজন অসাধারণ গোলকিপার। আমার সময়ের গোলকিপার ও। প্রচুর গোল ও সেভ করেছে, তাকে পরাস্ত করে গোল করা সত্যিই খুব কঠিন ছিলো। ও একজন দুর্দান্ত গোলকিপার,আমার মনে হয় ফুটবলের ইতিহাসে ঐ সেরা। এরপর রোনাল্ডো বলেন, আক্রমন নির্ভর দলই আমি গড়ব। ডানদিকে কাফু থাকবে।
ও যখন খুশি উপরে উঠতে পারবে, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও রবার্তো কার্লোস ব্যাক ফোরে থাকবে। মাঝমাঠে আমি রাখতে চাইছি উচ্চমানের ফুটবলারদের। পাঁচ নম্বর জার্সি পরে জিকো নামবে। আটনম্বর জার্সি পরে নামবে মারাদোনা। মাঝমাঠ পুরোপুরি আক্রমণাত্মক হবে।
আক্রমণভাগে আমি রাখতে চাইছি লিওনেল মেসি, ফুটবল সম্রাট পেলে, রোনালডিনহো গাউচো এবং সামনে আমি অবশ্যই। দলের ম্যানেজার হিসেবে রোনাল্ডো রেখেছেন মারিও জাগালোকে। এই সম্পর্কে রোনাল্ডো বলেন, তারকা সমৃদ্ধ এই দলকে পরিচালনা করার জন্য আমি সেরা কোচকেই বাছাই করব, যার সাথে জীবনে আমি কাজ করেছি।
সেরা একাদশে রাখেননি তার নামের বর্তমান প্রজন্মের অন্যতম সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসির পাশাপাশি বিশ্ব ফুটবলে বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে বড় চর্চিত নাম সিআরসেভেন। পর্তুগালের হয়ে ১৯৬ টি ম্যাচে ১১৮ টি গোল করা রোনাল্ডো পর্তুগালের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তাকে প্রথম একাদশে না রেখে রিজার্ভ বেঞ্চে বসাতেই আগ্রহী বড় রোনাল্ডো।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স