রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক, তালিকায় শীর্ষে আল-নাসর
সর্বশেষ এশিয়ার একটি ক্লাবে যুক্ত হন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির আল-নাসের যুক্ত হওয়ার পরে বেশ কিছুটা সময় লেগেছে এশিয়ার এই পরিবেশে সিআর সেভেনকে মানিয়ে নিতে। তাই আল-নাসরের জার্সিতে প্রথম দুই ম্যাচে নিজেকে তেমন ভালো ভাবে মেলে ধরতে পারেননি সিআর সেভেন। তাতেই পর্তুগালের মহাতারকাকে নিয়ে শুরু হয় সমালোচনা। অবশ্য পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার কড়া জবাব দিলেন রোনালদো।
সাম্প্রতিক চলমান সৌদি প্রো লিগে প্রথম দুই ম্যাচ গোলহীন রোনালদো, পরের চার ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৮ গোল। আল ওয়েহদারের পর গত শনিবার রাতে দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করেন এই পর্তুগীজ সুপারস্টার। সৌদিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দ্বিতীয় হ্যাটট্রিকে দামাককে ৩-০ গোলে হারিয়েছে আল-নাসর।এরই সঙ্গে সৌদি প্রো লিগের শীর্ষে ফিরেছে দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর। দুইয়ে নেমে যাওয়া আল ইত্তিহাদের পয়েন্ট ৪১।
এই আসরে আর ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে দামাক। দামাকের মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন ফারুখ চাফাই। এতে পেনাল্টি পায় আল-নাসর। সফল স্পট কিকে দলকে (১-০) এগিয়ে দেন রোনালদো। এর পাঁচ মিনিট পরেই সুলতান আল-ঘান্নামের পাস থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। আর বিরতির আগমুহূর্তে পেয়ে যান হ্যাটট্রিক।
মানের দিক দিয়ে ইউরোপের ধারেকাছে নেই সৌদি আরবের ফুটবল। গোল হজমে স্পষ্টভাবে ফুটে ওঠে দামাকের রক্ষণের দুর্বলতা। এতে অবশ্য রোনালদোর অর্জনকে ছোট করে দেখার কোনো কারণ নেই। লিগের মান যা-ই হোক না কেন, দলের সর্বশেষ ১০ গোলের সবকটিতে অবদান রাখা নিশ্চয়ই কোনো ছোট ব্যাপার নয়। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘বিশেষ একটি রাত। ছেলেরাও দুর্দান্ত।’
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের স্কোয়াডে বড় পরিবর্তন
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স