শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচের শুরুতেই মেসির পাস থেকে গোল করে এমবাপ্পে। কিছুক্ষণ পর আবার এমবাপ্পের পাস থেকে মেসির দুর্দান্ত গোল। ম্যাচ শুরু হওয়া হয়েছে তখন মাত্র ২৯ মিনিট। তবে মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচটার ভাগ্য আসলে নির্ধারিত হয়ে গিয়েছিল সেই দুইটি গোলেই। এরপর আর এই ম্যাচে পয়েন্ট হারানোর বা হারার কথা ছিল না পিএসজির।
ঠিক তেমনি হয়েছে। বরং ব্যবধান পরে আরও বেড়েছে। বিরতির পর নেমে মিনিট দশেকের মধ্যে নিজের দ্বিতীয় গোলটা করেন এমবাপ্পে, এবারও গোলে সহযোগিতা করেছেন মেসি। মার্শেইয়ের বিপক্ষে পিএসজি ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে ৩-০ গোলেই। যে জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্শেই।
মেসির জন্য এ এক স্মরণীয় ম্যাচ, স্মরণীয় রাত। এমবাপ্পের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে গোলটা করেই তিনি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি তাঁর ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি।
ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুসারে, শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে ৯৫৭ ম্যাচে যার গোল ৭০৯ টি।
তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।
আরও একটা জায়গায় রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁতে রোনালদোকে খেলতে হয়েছিল ৯৪৩ ম্যাচ। মেসি আজ খেলেছেন তাঁর ক্লাব ক্যারিয়ারের ৮৪০তম ম্যাচ। ৭০০ গোল করা কতটা অবিশ্বাস্য সেটা বোঝা যেতে পারে আজ কিংবদন্তি গ্যারি লিনেকারের একটি টুইটে। মেসি মাইলফলক ছোঁয়ার পর যিনি টুইট করেছেন, ‘মেসি ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করল। ১৪ বছরে ধরে মৌসুমে ৫০টা করে গোল করলে এই কীর্তি গড়া যায়। পাগলামি!’ একই কথা সত্য রোনালদোর বেলায়ও।
শুধু গোল করাই নয়, এ মার্শেইয়ের বিপক্ষে এ ম্যাচে এমবাপ্পের দুটি গোল বানিয়েও দিয়েছেন মেসি। প্রথমটি ২৫ মিনিটে, পরেরটি ৫৫ মিনিটে। নেইমার চোটের কারণে নেই। তবে এই ম্যাচে মেসি-এমবাপ্পের রসায়ন দেখে মনে হয়েছে, আপাতত নেইমারের অভাব পিএসজিকে বুঝতে দিতে চান না তাঁরা দুজন। একে অন্যকে দিয়ে গোল করা ও করানো এবং গোলের পর গলাগলি করে উদযাপন, কে বলবে, সোমবার 'ফিফা দ্য বেস্ট'-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের লড়াইয়ে এ দুজন একে অন্যের প্রতিদ্বন্দ্বী!
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- ফিরছেন সাকিব আল হাসান
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়েছে পুলিশের উপস্থিতি, বিজিবি মোতায়েন
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- বাংলাদেশী টাকায় আজকের মালয়েশিয়ান রিংগিত রেট
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়