| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অবিশ্বাস্য ১০ মাইলফলকের সামনে দাড়িয়ে বিশ্বকাপ জয়ী মেসি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৬:৪৮:৫০
অবিশ্বাস্য ১০ মাইলফলকের সামনে দাড়িয়ে বিশ্বকাপ জয়ী মেসি

ফুটবল বিশ্বে ক্লাব ক্যারিয়ারে জিতেছেন সবই। নিজের ফুটবল ইতিহাসে বাকি ছিল বিশ্বকাপ। সেটাও গত ২০২২ কাতার বিশ্বকাপে করে দেখিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনাকে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব, করেছেন গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন। দলীয় কিংবা ব্যক্তিগত, সম্ভাব্য সব পুরস্কাই নিজের শোকেসে পুড়েছেন এই লিও। এত কিছুর পরও গোলের দিক থেকে মেসির সামনে রয়েছে নতুন কিছু মাইলফলক। ইএসপিএনের পরিসংখ্যানে তা দেখে নেওয়া যাক।

ক্যারিয়ারে ৮০০ গোল

ক্যারিয়ারে এ রেকর্ডের খুব কাছাকাছি লিওনেল মেসি। ১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা এ মুহূর্তে ৭৯৭। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাব অনুসারে এ মুহূর্তে ৮২৪ গোল নিয়ে গোলসংখ্যার বিশ্বরেকর্ডটি ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ক্লাব ক্যারিয়ারে ৯০০ ম্যাচ

ক্লাব ক্যারিয়ারে ৯০০ ম্যাচ খেলার হাতছানি মেসির সামনে। বর্তমানে তার ম্যাচ খেলার সংখ্যা ৮৭১। ৯০০ ম্যাচের মাইলফলকে পৌঁছাতে দরকার আরও ২৯ ম্যাচ।

পেনাল্টি ছাড়া ৭০০ গোল

পেনাল্টি ছাড়া মেসির গোল এখন ৬৮৯টি। সাতশ গোল করতে দরকার মাত্র ১১টি।

টানা ২০ বছর গোল

প্রতি বছরে অনেক গোল মেসির। তবে টানা ২০ বছর গোল করার কীর্তি মেসির সামনে। এ রেকর্ডে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ২০০৩ সালে পেশাদার ফুটবলে পা রাখা পর্তুগিজ তারকা এখন টানা ২২ বছরে গোল করা খেলোয়াড়।

ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল

ক্লাব ক্যারিয়ারে মেসির গোল এখন ৬৯৯। বার্সার হয়ে ৬৭২, পিএসজির হয়ে ২৭।

৩০০ অ্যাসিস্ট

শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়েও করাতে পটু মেসি। এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ২৯৪টি গোলে সহায়তা করেছেন মেসি। ৩০০ গোলের অ্যাসিস্ট চলতি মৌসুমেই হয়তো পেয়ে যাবেন তিনি।

গোল ও অ্যাসিস্টের ১০০০

গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির সংখ্যাটা ৯৯৩। আর মাত্র সাতবার গোল বা অ্যাসিস্ট করলেই মেসি স্পর্শ করবেন হাজার সংখ্যাটি।

লিগে ৫০০ গোল

বিভিন্ন ক্লাবের হয়ে লিগের ম্যাচে মেসির গোল ৪৯১টি। আর মাত্র ৯টি গোল হলেই মেসি ছুঁবেন ৫০০। এই মাইলফলক অবশ্য দুই সপ্তাহ আগে স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে ৫০

চ্যাম্পিয়নস লিগ নকআউটে পর্বে মেসির গোল এখন ৪৯টি। ফিফটি হতে দরকার এক গোল। নকআউট পর্বের গোলে অনেকখানি এগিয়ে আছেন রোনালদো, ৬৭টি।

আন্তর্জাতিক ১০০

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৭২) ও গোলের (৯৮) মালিক মেসি। আর মাত্র দুটি গোল হলেই আর্জেন্টিনার হয়ে মেসির হবে সেঞ্চুরি।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ...



রে