| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নেইমারের ইঙ্গিত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৬:৪৯:১৩
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নেইমারের ইঙ্গিত

অনেকটা কানাঘুষা শোনা যাচ্ছিল নেইমার হয়তো আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেনই না। তবে দিন দিন সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়েছে। ব্রাজিলিয়ান এই তারকা ইঙ্গিত দিলেন ২০২৬ বিশ্বকাপেও খেলার। জয় করতে চান ২০২৬ বিশ্বকাপের আসর।

কাঙ্খিত সেই ‘হেক্সা’ শিরোপা জেতার স্বপ্ন নিয়ে কাতারে যায় নেইমারের ব্রাজিল। কাতার বিশ্বকাপে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলগুলোর একটি ছিল ফুটবল বিশ্বের রেকর্ড সংখক পাঁচবারের চ্যাম্পিয়ন হাওয়া দলটি। ২০২২ আসরটি শুরু করে তারা প্রত্যাশিত জয় দিয়ে। শেষ ষোলোয় জায়গা করে নেয় প্রথম দুই ম্যাচ জিতে।

তবে সেই আসরে নকআউট পর্বের প্রথম ধাপে ভয়ঙ্কর সুন্দর ফুটবল উপহার দেয় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয় ৪-১ গোলে। এতে তাদের নিয়ে প্রত্যাশার পালে লাগে জোর হাওয়া। এর পত থেকে সবাই ভাবেছিল কাতার বিশকাপ্রের দাবিদার এবার ব্রাজিলই।

কিন্তু সেই হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি লাতিন আমেরিকার দলটি। কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। টানা দ্বিতীয়বার ও গত পাঁচ আসরে চতুর্থবারের মতো শেষ আট থেকে বিদায় নেয় তারা।

ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন সময়ের সেরা ফরোয়ার্ডের একজন নেইমার। সে সময় তার কণ্ঠে ঝরে হতাশার সুর। জাতীয় দলের হয়ে আর খেলা নিয়েও সরাসরি প্রকাশ করেন অনিশ্চয়তা।

সময় গড়াতে নিজেকে সামলে নিয়েছেন নেইমার। অন্য সবার মতো বিশ্বকাপ জেতা যে তার ক্যারিয়ারেরও সবচেয়ে বড় স্বপ্ন। যেটা পূরণের দরজা এখনও খোলা আছে বলে টিএনটি স্পোর্টসকে বললেন নেইমার।

“বছর ধরে আমি এগিয়ে যাব এবং এরপর দেখব কী হয়। অবশ্যই, আমার বড় একটা স্বপ্ন আছে, সেটা হলো বিশ্বকাপ জেতা।”

২০২২ সালের আগে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ দলের অংশ ছিলেন নেইমার। কিন্তু একবারও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার। ২০২৬ সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তখন নেইমারের বয়স হবে ৩৪ বছর।

তবে বয়স নিয়ে একদমই ভাবেন না তিনি। তার অনুপ্রেরণা আর্জেন্টিনাকে ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। কাতারের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় লাতিন আমেরিকার দলটি।

বার্সেলোনার পর দুজনই এখন খেলছেন পিএসজির হয়ে। ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মেসির পথে হাঁটার ইচ্ছা নেইমারেরও।

“লিও সবসময়ই অনুপ্রেরণা৷ সে সবসময় আমাকে সাহায্য করে, উৎসাহিত করে। ৩৪ বছর বয়সে (আসলে ৩৫) তাকে বিশ্বকাপ জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবছি।”

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ...



রে