| ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

হুট করে পিএসজিকে নতুন বার্তা দিল এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১২:৩৬:০৯
হুট করে পিএসজিকে নতুন বার্তা দিল এমবাপ্পে

সাম্প্রতিক মেসি-এমবাপ্পেহীন পিএসজিকে পাত্তাই দেয়নি মোনাকো। একাদশে নেইমার অবশ্য ছিলেন। কিন্তু তাঁকেও ম্যাচে খুঁজে পাওয়া যায়নি খুব একটা।

মোনাকোর কাছে ৩–১ গোলের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর ক্ষুব্ধ সমর্থকদের ঠান্ডা করতে হ্যান্ডমাইক হাতে তুলে নিয়েছিলেন প্রেসনেল কিমপেম্বে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদেরকে আমাদের প্রয়োজন। আপনাদের সবাইকে প্রয়োজন। একটা কথাই আপনাদের আমি বলতে পারি, আসার জন্য ধন্যবাদ। আমরা ড্রেসিংরুমে আবার ঐক্যবদ্ধ হব এবং নিজেদের কাজগুলো সঠিকভাবে করব। আমরা জানি, মঙ্গলবার থেকে আমরা আবার এগিয়ে যেতে শুরু করব।’

এর মধ্যেই ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, ম্যাচের পর ক্লাবের ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কিনিওসের।

লেকিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে পিএসজির ড্রেসিংরুমে ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোস খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাবের অভাব নিয়ে অভিযোগ তোলেন। তাঁর এই অভিযোগ খেলোয়াড়দের একেবারেই পছন্দ হয়নি।

খেলোয়াড়েরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তাঁর অভিযোগগুলো সঠিক নয় এবং তিনি যেমনটা মনে করছেন, ঠিক সেই কারণে পিএসজি মোনাকোর বিপক্ষে হারেনি। সে সময় নেইমার আর মার্কিনিওস নাকি লুইস কাম্পোসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, এমনটাই লিখেছে লেকিপ। তাঁরা দুজনই কাম্পোসের অভিযোগের বিরোধিতা করেছেন। অনেকক্ষণ ধরে এই কথা-কাটাকাটি চলেছে।

মোটকথা অশান্ত একটা সময় চলছে পিএসজির। সামনেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলা। সে ম্যাচে মাঠে নামার আগে ক্লাবের অন্দরমহলে এমন পরিবেশ অবশ্যই কাম্য নয় কারও।

এমন একটা সময়ে মুখ খুলেছেন কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি। সে ম্যাচে খেলেননি আরেক গুরুত্বপূর্ণ তারকা লিওনেল মেসিও। এমবাপ্পে ইনস্টাগ্রামে পিএসজির একটা লোগো পোস্ট করে তার নিচে লিখেছেন, ‘আমাদের সবাইকে এখন এক থাকতে হবে।’

এমবাপ্পে তাঁর বার্তার মধ্য দিয়ে যেন বোঝাতে চাচ্ছেন, মৌসুমটা এখনো শেষ হতে অনেক বাকি। দল ঐক্যবদ্ধ থাকলে এই পিএসজিকে দিয়ে অনেক কিছুই সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ধবলধোলাই হয়ে ভুল বুঝতে পারছেন মিরাজ

ধবলধোলাই হয়ে ভুল বুঝতে পারছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়াতে ৩২১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, যা ...

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। এ ছাড়াও শনিবার (১৪ ডিসেম্বর) ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

অবাক ফুটবল বিশ্ব : মেসি ও রোনালদোকেও টপকে গেলেন ইয়ামাল

অবাক ফুটবল বিশ্ব : মেসি ও রোনালদোকেও টপকে গেলেন ইয়ামাল

২০২৪ সালে গ্লোবাল স্কেলে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ...



রে