দীর্ঘ দিন পরে আল নাসেরের হয়ে প্রথমবার গোল করে যা বললেন রোনালদো
সেখানে গিয়েও বিশেষ সুবিধা করতে পারছিলেন না। কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না সেই পুরোনো রন কে। গোলও ছিলো অধরা।তবে গতরাতে সেই গোলের দেখা পেয়েছেন সকলের প্রিয় সিআর সেভেন। সেই গোলে জয় পেয়েছে তার ক্লাব আল নাসের।প্রথমবারের মতো গোল করে রোনালদোকে বেশ উচ্ছসিতই হতে দেখা গেছে।
শুক্রবার রাতে সৌদি ক্লাব “আল-নাসেরের” হয়ে প্রথমবারের মতো গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর এই নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
এক পোস্টে সিআরসেভেন লিখেছেন, “সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আমি ভীষণ খুশি। কঠিন একটা ম্যাচ ছিল, তবে দলের সবাই দারুণ চেষ্টা করেছে”
এর আগে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিতে হয়েছিল “আল-নাসেরকে”। তেমনি সৌদি লিগ ম্যাচেও হারের শঙ্কা জেঁকে বসেছিল তাদের শিবিরে। ম্যাচটি মোটেও সহজ ছিল না রোনালদোর দলের জন্য।
শেষের দিকে হয়ত অনেকেই মনে করছিলেন আরও একটি ব্যর্থতার সাক্ষী হতে হবে তাঁকে। কিন্তু তা হয়নি। ম্যাচের অন্তিম মুহুর্তেই পেনাল্টি পায় তাঁর দল “আল-নাসের”।
যার ফলে গোল করে সমতায় ফেরে তাঁরা। এদিন অনেক সহজ সুযোগ হাতছাড়া করতে হয় তাঁকে। এমনকি তাঁর নেয়া শট ফিরে আসে ক্রসবার থেকে। তবে ম্যাচ শেষে তাঁকে খালি হাতে ফিরতে হয়নি।এক পোস্টে সিআরসেভেন লিখেছেন, “সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আমি ভীষণ খুশি। কঠিন একটা ম্যাচ ছিল, তবে দলের সবাই দারুণ চেষ্টা করেছে”
এর আগে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিতে হয়েছিল “আল-নাসেরকে”। তেমনি সৌদি লিগ ম্যাচেও হারের শঙ্কা জেঁকে বসেছিল তাদের শিবিরে। ম্যাচটি মোটেও সহজ ছিল না রোনালদোর দলের জন্য।
শেষের দিকে হয়ত অনেকেই মনে করছিলেন আরও একটি ব্যর্থতার সাক্ষী হতে হবে তাঁকে। কিন্তু তা হয়নি। ম্যাচের অন্তিম মুহুর্তেই পেনাল্টি পায় তাঁর দল “আল-নাসের”।
যার ফলে গোল করে সমতায় ফেরে তাঁরা। এদিন অনেক সহজ সুযোগ হাতছাড়া করতে হয় তাঁকে। এমনকি তাঁর নেয়া শট ফিরে আসে ক্রসবার থেকে। তবে ম্যাচ শেষে তাঁকে খালি হাতে ফিরতে হয়নি।
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- ফিরছেন সাকিব আল হাসান
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- বাংলাদেশী টাকায় আজকের মালয়েশিয়ান রিংগিত রেট
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- সোয়া কোটি টাকার ট্যুরিস্ট, আন্ড্রে রাসেলদের নিয়ে রংপুরকে তীব্র খোঁচা তামিমের