| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সমর্থককে লাথি মারলেন এভরার কিন্তু কেন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ নভেম্বর ০৩ ১৮:৫৫:০১
সমর্থককে লাথি মারলেন এভরার কিন্তু কেন

এভরা যখন ঘটনাটির জন্ম দেন, তখন তিনি মাঠেই ছিলেন না। ছিলেন মাঠের বাইরে। ৩৬ বছর বয়সী এই পর্তুগিজ তারকা মাঠে নামতেই পারেননি। ম্যাচ শুরুর আগেই তারা যখন ওয়ার্মআপ করছিলেন, তখন থেকেই তাদেরকে উত্যক্ত করছিলেন সমর্থকরা। পর্তুগিজ ক্লাবি ভিটোরিয়া গেমারাসের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে হেরেই যায় মার্শেই।

কিন্তু মাঠে নামার আগেই সমর্থকদের বিরক্তিকর পরিস্থিতির জবাব দিতে তাদের সঙ্গে কথা বলতে যান এভরা এবং তার কয়েক সতীর্থ। কিন্তু কথা বলার ফাঁকেই মেজাজ হারিয়ে ফেলেন এভরা এবং এক দর্শককে রীতিমত ‘অ্যাক্রোবেটিক’ স্টাইলে লাথি মেরে বসেন পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ বিজয়ী এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডিফেন্ডার এভরা।

ম্যাচ শুরুর আগেই এ ঘটনার জন্য এভরাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ইউরোপা লিগের ইতিহাসে খেলা শুরুর আগেই লাল কার্ড দেখে কোনো ফুটবলারের মাঠ থেকে বের হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। যদিও ম্যাচ চলাকালীন আবার এক তরুণ সমর্থকদের সঙ্গে সেলফি তুলে সেটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন এভরা।

মার্শেইয়ের দুর্ভাগ্য, ম্যাচ চলাকালীনও তাদের আরেক ফুটবলার লাল কার্ড দেখেছেন। ৮৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বুবাকার কামারাকে। পর্তুগিজদের মাঠ থেকে ১-০ গোলে পরাজয়ের সঙ্গে দুটি লাল কার্ডও সঙ্গী করে ফিরতে হয়েছে মার্শেইকে।

ম্যাচ শেষে মার্শেই কোচ রুডি গার্সিয়া এই ঘটনায় যারপরনাই হতাশ। তিনি বলেন, ‘এটা সুস্পষ্ট। প্যাট অনেক অভিজ্ঞ এবং তার প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। অপমান যত চমকপ্রদ বা খারাপই হোক না কেন, কোনোভাবেই পাত্তা দিতে নেই। তার অবশ্যই মেজাজ ঠান্ডা রাখতে শেখা উচিত।’

এই ঘটনা ফিরিয়ে আনছে এরিক ক্যান্টোনার কুংফু কেলেঙ্কারিকে। ১৯৯৫ সালের জানুয়ারিতে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে এক ইউনাইটেড সমর্থকের বুকে ‘কুংফু কিক’ মেরেছিলেন ক্যান্টোনা। লাল কার্ড তো দেখেছেনই, এফএ কর্তৃক নয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। প্রায় ২২ বছর পর আরেক ফরাসি ও সাবেক ইউনাইটেড ডিফেন্ডারের এমন ঘটনার শাস্তির ব্যাপারে ভেবে দেখছে উয়েফা। আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে