“নিজের দেশকে দেখো, আর্জেন্তিনাকে নিয়ে ভাবতে হবে না”
এর পাল্টা দিতে এবার ময়দানে আবির্ভাব ঘটল সের্জিও আগুয়েরোর। যিনি পাল্টা বলে দিলেন, ইব্রাহিমোভিচ যেন নিজের দেশের দিকে খেয়াল রাখেন। “মনে রেখো, তুমিও কিন্তু খারাপ ব্যবহার করেছিলে। আমার এখনও মনে রয়েছে, আমরা দুজনেই ইউনাইটেডের বিরুদ্ধে খেলছিলাম। আমি বেঞ্চে ছিলাম। তুমি কথা বলে উত্যক্ত করছিলে। আর্জেন্টিনাকে নিয়ে চিন্তা করার আগে নিজের দেশকে নিয়ে ভাবলে ভালো হবে। তোমার দেশ, ফুটবলাররা গত কয়েকটি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করতে পারেনি।”
টুইচে ইব্রাকে তেড়েফুঁড়ে আক্রমণ করে ম্যানসিটিট আর্জেন্টিনীয় কিংবদন্তি আরও বলেছেন, “সিটি বনাম ইউনাইটেড ম্যাচে তুমি একবার ক্রমাগত নিকোলাস ওতামেন্দির সঙ্গে ঝামেলা করে চলেছিলে। তুমি পেপ গুয়ার্দিওলার সঙ্গে মুখোমুখি তর্ক করেছ। আমার মনে হয় সেই কারণেই বার্সেলোনা তোমাকে বিক্রি করে দিয়েছিল। তুমি আমার একাধিক সতীর্থকে অসম্মান করেছ। আর কী! তুমি হয়ত আমার কথাও বলতে চেয়েছ, কারণ আমি ওখানে ছিলাম। মনে হচ্ছে তুমি আমাকে গুলি করেছ। আমিও তার পাল্টা দিচ্ছি। জলাটান এটা বোঝ, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি দুঃখিত, তবে মেসি বিশ্বের সেরা।”
"Messi on se souviendra de lui, mais les autres..."
Pour @Ibra_official, les Argentins "se sont mal comportés" après leur victoire à la Coupe du monde, face à la France. "Ils ont gagné une fois, mais ils ne gagneront plus. Parce qu'on ne gagne pas comme ça." #le7930inter pic.twitter.com/gNdagWNmPP
— France Inter (@franceinter) January 25, 2023
প্ৰথম একাদশে খেলে যেমন আনন্দ পেতেন, সেই এবার সের্জিও আগুয়েরো পেয়েছেন লিওনেল মেসির হাতে কাপ জয়ের সাক্ষী থাকতে পারে। ডাগ-আউটে বসে। হৃদরোগের কারণে খেলা ছেড়ে দিয়েছেন এক বছর আগে। তবে তাতে দলের সঙ্গে থাকা আটকায়নি। ফাইনালের আগে লিওনেল মেসির সঙ্গে রুম শেয়ার করতে আমন্ত্রণ জানিয়েছিল খোদ আর্জেন্টিনীয় ফুটবল সংস্থা।
মেসি আন্তর্জাতিক ম্যাচে বরাবর রুমমেট হিসাবে বেছেছেন প্রিয় বন্ধু আগুয়েরোকে। এবার তারকা ফুটবলারের ও অনুপস্থিতিতে একাই থাকছিলেন রুমে। তবে ফাইনালে চিরচেনা বন্ধুর সাহচর্য পেয়েই মাঠে নেমে ফ্রান্সের মোকাবিলা করেছেন মেসি। সেই আগুয়েরো
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। তার পরে ইব্রাহিমভিচের আক্রমণ আর মেনে নিতে পারেননি আগুয়েরো। এর আগে ইন্টার ফ্রান্স-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা দলকে একহাত নিয়েছিলেন সুইডিশ সুপারস্টার। বলে দেন, “মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার ধরা হয়। আমি নিশ্চিত ছিলাম এবার কাপ ওঁর হাতেই উঠতে চলেছে।”
এরপরেই বিতর্কিতভাবে ইব্রার বক্তব্য, “মেসিকে নিয়ে আমার সমস্যা নেই। আর্জেন্টিনা দলের বাকিদের নিয়ে কী হবে, সেটা নিয়েই আমার যাবতীয় দুর্ভাবনা। কারণ এমবাপে ভবিষ্যতেও বিশ্বকাপ জিতবে। তবে আর্জেন্টিনা আর কিছু জিততে পারবে না। মেসি যা যা জেতার সবকিছু জিতে নিয়েছে। ইতিহাস ওঁকে মনে রাখবে। তবে বাকিরা যাঁরা কুৎসিত ব্যবহার করেছে, তাঁরা কোনও সম্মান পাবে না।”
প্ৰথম একাদশে খেলে যেমন আনন্দ পেতেন, সেই এবার সের্জিও আগুয়েরো পেয়েছেন লিওনেল মেসির হাতে কাপ জয়ের সাক্ষী থাকতে পারে। ডাগ-আউটে বসে। হৃদরোগের কারণে খেলা ছেড়ে দিয়েছেন এক বছর আগে। তবে তাতে দলের সঙ্গে থাকা আটকায়নি। ফাইনালের আগে লিওনেল মেসির সঙ্গে রুম শেয়ার করতে আমন্ত্রণ জানিয়েছিল খোদ আর্জেন্টিনীয় ফুটবল সংস্থা।
মেসি আন্তর্জাতিক ম্যাচে বরাবর রুমমেট হিসাবে বেছেছেন প্রিয় বন্ধু আগুয়েরোকে। এবার তারকা ফুটবলারের ও অনুপস্থিতিতে একাই থাকছিলেন রুমে। তবে ফাইনালে চিরচেনা বন্ধুর সাহচর্য পেয়েই মাঠে নেমে ফ্রান্সের মোকাবিলা করেছেন মেসি। সেই আগুয়েরো
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। তার পরে ইব্রাহিমভিচের আক্রমণ আর মেনে নিতে পারেননি আগুয়েরো। এর আগে ইন্টার ফ্রান্স-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা দলকে একহাত নিয়েছিলেন সুইডিশ সুপারস্টার। বলে দেন, “মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার ধরা হয়। আমি নিশ্চিত ছিলাম এবার কাপ ওঁর হাতেই উঠতে চলেছে।”
এরপরেই বিতর্কিতভাবে ইব্রার বক্তব্য, “মেসিকে নিয়ে আমার সমস্যা নেই। আর্জেন্টিনা দলের বাকিদের নিয়ে কী হবে, সেটা নিয়েই আমার যাবতীয় দুর্ভাবনা। কারণ এমবাপে ভবিষ্যতেও বিশ্বকাপ জিতবে। তবে আর্জেন্টিনা আর কিছু জিততে পারবে না। মেসি যা যা জেতার সবকিছু জিতে নিয়েছে। ইতিহাস ওঁকে মনে রাখবে। তবে বাকিরা যাঁরা কুৎসিত ব্যবহার করেছে, তাঁরা কোনও সম্মান পাবে না।”
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ফিরছেন সাকিব আল হাসান
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদে কড়া নির্দেশনা
- সোয়া কোটি টাকার ট্যুরিস্ট, আন্ড্রে রাসেলদের নিয়ে রংপুরকে তীব্র খোঁচা তামিমের
- গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট