| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

১২ মিনিটেই হ্যাটট্রিকঃ এমবাপের অবিশ্বাস্য ৫ গোলে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ২৪ ১০:৩৮:১৮
১২ মিনিটেই হ্যাটট্রিকঃ এমবাপের অবিশ্বাস্য ৫ গোলে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল

সেই ম্যাচে গোলবন্যা দেখল বিশ্ব। এমবাপে একাই হ্যাটট্রিক সমেত করলেন পাঁচ গোল। স্কোরশিটে নাম লেখালেন কার্লোস সোলার, নেইমার-ও। সবমিলিয়ে ফ্রেঞ্চ কাপের প্রি কোয়ার্টার ফাইনালে পিএসজিকে খেলতে হবে এবার মার্সেইয়ের বিপক্ষে।

বিশ্বকাপ ফাইনালের পর ঠিক এক মাস পরেই এল এমবাপের হ্যাটট্রিক। ফাইনাল দুর্ধর্ষ খেলে কাঁপিয়ে দিয়েছিলেন ফ্রান্স ফুটবলের বর্তমান পোস্টার বয়। যদিও নায়ক হওয়া হয়নি। তারপরে ক্লাবের হয়ে খেলতে নেমেই স্ট্রসবার্গের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছিলেন শেষ মুহূর্তে গোল করে। তারপরে থেকে কিছুটা নিষ্প্রভই ছিলেন তিনি। লিগা-ওয়ানে লেন্সের কাছে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েন। এর পর ছুটি কাটাতে চলে যান নিউ ইয়র্কে।

সম্প্রতি রিয়াধে মেগা প্রীতি ম্যাচেও খেলে এসেছেন। যেখানে তিনি মেসির পাওয়া পেনাল্টি থেকে গোলের দেখা পেয়েছিলেন। সেই প্রদর্শনী ম্যাচ খেলার ৭২ ঘন্টা পরে ফ্রেঞ্চ কাপে নেমেই এবার হ্যাটট্রিক সমেত পাঁচ গোল এল এমবাপের পা থেকে।

মেসিকে বিশ্রাম দিয়ে কোচ গ্যালতিয়ের এই ম্যাচে নামিয়েছিলেন এমবাপে, নেইমার দুজনকেই। তারপরেই গোটা ম্যাচে গোলের ঝড়। চলতি সিজনে এই নিয়ে এমবাপে ২৪ ম্যাচে এমবাপের ২৫ গোল হয়ে গেল। পিএসজির জার্সিতে সবমিলিয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ১৯৬-এ। আর চার গোল করলেই ক্লাবের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলদাতা হয়ে যাবেন এদিনসন কাভানিকে পেরিয়ে। এই আগে কোনও পিএজসি তারকা কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে পাঁচ গোল করতে পারেননি। এই প্ৰথমবার সেই কীর্তি অর্জন করলেন এমবাপে।

২৯ মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে প্ৰথমে গোলবন্যার সূচনা করেন এমবাপে। তারপরে ৩৪ এবং ৪০ মিনিটে আরও দুটো গোল করে বিরতির আগেই মাত্র ১২ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে যান তারকা। নেইমারও ৩৩ মিনিটে স্কিলের প্রদর্শনী সমেত গোলদাতা হিসাবে নাম লিখিয়ে যান। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করেন এমবাপে ৫৬ এবং ৭৯ মিনিটে। কার্লোস সোলারকে দিয়ে আরও একটা গোল করান নেইমার।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ...



রে