রেফারিকে নিয়ে অবিশাস্য মন্তব্য করলেন বায়ার্ন কোচ
কাতার বিশ্বকাপ ও শীতকালীন বিরতির কারণে লম্বা সময় বন্ধ ছিল জার্মান ফুটবল। ৬৮ দিনের বিরতির পর শুক্রবার ফের শুরু হলো বুন্ডেসলিগা। দেশটির শীর্ষ লিগে ২৫ বছরের মধ্যে মৌসুমের মাঝপথে এটি সর্বোচ্চ বিরতি। ১৯৯৬-৯৭ মৌসুমে বিরতি ছিল ৬৯ দিনের।
মাঠে ফেরার দিনে প্রথমার্ধে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে ১-১ এ ড্র করে লাইপজিগ।
লাইপজিগের মার্সেল হাইসটেনবাখের গোলটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বায়ার্নের খেলোয়াড়রা। ডিফেন্ডার জসুয়া কিমিখ দাবি করেন, গোলের আগে তাকে ফাউল করা হয়েছিল। তবে ভিএআরেও বহাল থাকে রেফারির সিদ্ধান্ত।
এছাড়া বায়ার্ন ডিফেন্ডার মাটাইস ডি লিখট একবার বল জালে পাঠালেও অফসাইডের জন্য তা বাতিল করে দেন রেফারি।
তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারার দায় অবশ্য রেফারির ওপর চাপাতে চান না নাগেলসমান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বরং দলের কাছে আরও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন।
“(জশুয়া) কিমিখ নিজে থেকে পড়ে যায়নি, তবে শেষ পর্যন্ত আমি রেফারির ওপর আস্থা রাখি।”
“আমি মনে করি, ম্যাচে আগেই আমরা ম্যাচের ফল নিয়ন্ত্রণে নিতে পারতাম, তাহলে এমন কিছু আর ঘটবে না।”
এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জিতেছিল বায়ার্ন। জয়ের ধারায় ছেদ পরায় হতাশ নাগেলসমান বললেন, উন্নতির আরও সুযোগ আছে তাদের।
“শেষ পর্যন্ত ফলাফল যা হবে, তা মেনে নিতে হবে। এই ম্যাচের কিছু মূহুর্ত খুব পাগলাটে ছিল, তবে এতদিন পর (মাঠে ফেরার পর) তা স্বাভাবিক।”
“আমরা অনেক কিছু ভালো করেছি, আবার অনেক কিছু খারাপও করেছি। আমরা কিছু বিষয়ের উন্নতি করতে পারি। আমরা ভালো সুযোগ হাতছাড়া করেছি, তাই শেষ পর্যন্ত এক পয়েন্ট পাওয়াটা ন্যায্য।”
লিগে ১৬ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রেইবুর্ক। আর ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে লাইপজিগ।
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ফিরছেন সাকিব আল হাসান
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদে কড়া নির্দেশনা
- গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের
- সোয়া কোটি টাকার ট্যুরিস্ট, আন্ড্রে রাসেলদের নিয়ে রংপুরকে তীব্র খোঁচা তামিমের