| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রোনাল্ডোর টানা ২০ বছরের বন্ধুত্বে ইতি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ১৪ ২৩:০৭:৩৪
রোনাল্ডোর টানা ২০ বছরের বন্ধুত্বে ইতি

তবে রিয়েল-বায়ার্ন তো বটেই শীর্ষ পর্যায়ের ইউরোপীয় ক্লাব-ই সই করতে রাজি হয়নি রোনাল্ডোকে। রোনাল্ডোর কাছে বহুদিন ধরেই আল নাসেরের বিশাল আর্থিক চুক্তি রয়েছিল। তবে আর্থিক কারণ নয়, রোনাল্ডো চেয়েছিলেন কোনও ইউরোপীয় ক্লাবেই সই করতে। এমনকি জর্জে মেন্ডেস ক্লাবগুলির কাছে জানিয়েছিলেন, রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

তা সত্ত্বেও রোনাল্ডোর ভাগ্যে ক্লাব জোটেনি। জানা যাচ্ছে আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি এজেন্টের মাধ্যমে হয়নি। এতেই ইউরোপীয় ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে হয়ত রোনাল্ডোর সঙ্গে জর্জে মেন্ডেসের সম্পর্কে ইতি ঘটেছে। জানা যাচ্ছে, ইউরোপীয় ক্লাবের চুক্তি আদায় করতে ব্যর্থ হওয়ায় মেন্ডেসের ওপর চটে গিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

স্পেনের দ্যা এথলেটিক-এ বলা হয়েছে, গ্রীষ্মে রোনাল্ডোকে কেনার প্রস্তাব দিয়ে একাধিকবার বার্তা পাঠান এজেন্ট জর্জে মেন্ডেজ। তবে কোনও কিছুই তাঁকে এই বার্নাব্যুতে ফেরাতে পারেনি। এমনকি ম্যান ইউনাইটেড রোনাল্ডোর বেতনের অধিকাংশই বহন করবেন, এমন প্রস্তাব থাকা সত্ত্বেও ইউরোপের অন্যান্য ক্লাবগুলি নিতে চায়নি পর্তুগালের সুপারস্টারকে।

গত ডিসেম্বরে পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনাল্ডো রিয়েলের ভালদেবেবাস-এর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিলেন। ২০১৮-য় রিয়েল ছেড়ে জুভেন্টাসে সই করানোর পর এই প্ৰথমবার রিয়েলে পা রেখেছিলেন তিনি। তারপরেই পুরোনো ক্লাবে রোনাল্ডোর প্রত্যাবর্তন ঘটানোর সম্ভবনা জোরালো হয়েছিল।

মার্কার প্রতিবেদনে বলা হচ্ছে, আল নাসেরকে ‘হ্যাঁ’ বলার আগে রোনাল্ডো রিয়েল মাদ্রিদের উত্তরের জন্য ৪০ দিন অপেক্ষায় ছিলেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সৌদির ক্লাবে চুক্তি সম্পন্ন করার পর বলে দিয়েছিলেন, “অন্য দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। ইউরোপের ফুটবলের প্রায় সমস্ত কিছুই অর্জন করে নিয়েছি। তাই এই মুহূর্তই নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার উপযুক্ত।”

পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক টিভি সাক্ষাৎকারে ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগকে নিশানা করার পরে রেড ডেভিলসদের সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ার পর ফ্রি এজেন্ট ছিলেন রোনাল্ডো।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ...



রে