ফিফার লজ্জার তালিকায় রোনাল্ডো, দেখে নিন মেসি-এমবাপে স্থান
তারপরে সৌদি আরবের আল নাসেরে সই করেছেন মহাতারকা। ২০১৬ এবং ২০১৭-য় ফিফার বর্ষসেরা ফুটবলার জিতেছিলেন পর্তুগিজ মহাতারকা। তারপরের তিন বছর তিন জন ফাইনালিস্ট হিসাবে বাছাই তালিকায় নাম তুলেছিলেন। এবার ফিফার বিশেষজ্ঞদের প্যানেল যে বাছাই তালিকা প্রকাশ করেছে, সেখানে প্ৰথমবার খুঁজে পাওয়া গেল না সিআরসেভেনকে।
২০১৬ সালের আগে ব্যালন ডি’অর জয়ী পুরস্কারের সঙ্গেই ফিফার বর্ষসেরা পুরস্কার একসঙ্গে দেওয়া হত। তবে ২০১৬-র পর পৃথকভাবে ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়ার চল শুরু হয়। গত বছর এই বাছাই তালিকায় রোনাল্ডো সপ্তম স্থান পেয়েছিলেন। মেসি, সালাহকে পেরিয়ে বর্ষসেরা পুরস্কার টানা দ্বিতীয়বার জিতে নিয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। এবারেও রয়েছেন লেওয়ানডস্কি।
মেসি ছাড়া ফিফার বর্ষসেরাদের তালিকায় আর্জেন্টিনা দল থেকে জায়গা পেয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে অংশ না নেওয়া চার তারকা এই তালিকায় জায়গা পেয়েছেন। গতবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জিমা এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেননি। বিশ্বকাপ শুরুর আগেই আবার চোট পেয়ে বসেন সাদিও মানে। এরলিং হালান্ড এবং মহম্মদ সালাহদের দেশ নরওয়ে এবং মিশর বিশ্বকাপে যোগ্যতাঅর্জনই করতে ব্যর্থ হয়। তাই তাঁদেরও খেলা হয়নি টুর্নামেন্টে। এরা সকলেই রয়েছেন বর্ষসেরার তালিকায়।
এছাড়াও জায়গা করে নিয়েছেন জুডে বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইন, আচরাফ হাকিমি, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার।
বর্ষসেরা কোচেদের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি, রিয়েল মাদ্রিদের কার্লো আনসেলত্তি, ফ্রান্সের দিদিয়ের দেশ, ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। মরোক্কাকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে দেওয়া কোচ ওয়ালিদ রেগ্রেগুইও জায়গা পেয়েছেন।
বর্ষসেরা যে ১১ গোলের তালিকা বাছাই করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ফাইনালে এমবাপের দুর্ধর্ষ ভলিতে আর্জেন্টিনার বিরূদ্ধে গোল, রিচার্লিসনের বাইসাইকেল কিক-ও।
সেরা সমর্থকদের তালিকায় রয়েছেন আর্জেন্টিনীয় এবং জাপান ফ্যানরা। কাতারে বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে পরিষ্কার করে গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছিলেন জাপানি সমর্থকরা।
যাইহোক, ভোটিংয়ে প্রত্যেক দেশের জাতীয় দলের ক্যাপ্টেন, কোচ এবং নির্বাচিত সাংবাদিকরা অংশ নিতে পারবেন। বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে ২৭ ফেব্রুয়ারি।
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ফিরছেন সাকিব আল হাসান
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- সরকারি কর্মকর্তাদের তথ্য হালনাগাদে কড়া নির্দেশনা