| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেষবারের মতো প্রিয় আঙিনায় কিংবদন্তী পেলে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ০৩ ১৩:২৩:০২
শেষবারের মতো প্রিয় আঙিনায় কিংবদন্তী পেলে

ব্রাজিলের স্থানীয় সময় সোমবার ভোরে পেলেকে আনা হয়েছে তার প্রিয় সান্তোসের মাঠে। এখানেই কফিনবন্দি তার নিথর দেহ রাখা হবে মঙ্গলবার সকাল পর্যন্ত। এরপর শুরু হবে শেষযাত্রা। সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে তাঁর কফিন। তার আগে পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে সান্তোসের সর্বস্তরের জনগণ।

পেলেকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকাতে। এখানেই সমাহিত হতে চেয়েছিলেন পেলে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তিনি শায়িত হবেন। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়।

গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেন ফুটবলের রাজা পেলে। ব্রাজিলের তিনটি বিশ্বকাপ উপহার দেওয়া এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে ব্রাজিল পৌঁছেছে তারকা ফুটবলার নেইমার।



রে