বিশ্বকাপ নিয়ে যা বললেন মেসির মা
সন্তানের জন্য মায়ের চাওয়া সামান্য কিছু নয়। একটা বিশ্বকাপ মাত্র। গোটা দুনিয়া জানে তার ছেলের চেয়ে যোগ্য কেউ নেই। আর কুকিত্তিনিও মনে করেন, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না।
মেসির মায়ের বিশ্বাস, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।’
সাত-সাতটি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। একাধিক চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতছেন। ক্লাব ফুটবলে আরও বহু পুরস্কার আছে তার ঝুলিতে। কিছুদিন আগে কোপা আমেরিকা জিতেছেন। শুধু বিশ্বকাপ জেতা হয়নি। ২০১৪ সালে ফাইনালে উঠেও নিরাশ হতে হয়েছিল। জার্মানির কাছে ১-০ তে হেরেছিল আর্জেন্টিনা। সেবারও একার পায়ে দেশকে টেনেছিলেন মেসি। গঞ্জালো হিগুয়েন গোল মিস না করলে তাকে আক্ষেপে পুড়তে হতো না। এরপর রাশিয়া বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এবার কাতার বিশ্বকাপের ফাইনালে তারা। রোববার ফ্রান্সকে হারাতে পারলেই মেসির হাতে উঠবে প্রথম বিশ্বকাপ।
১৯৭৮ আর ১৯৮৬ সালে দুটি বিশ্বকাপ জিতেছে ম্যারাডোনার দেশ। তৃতীয় বিশ্বকাপ কি জিতবে তারা? গ্রুপ পর্যায়ের ম্যাচে নামার সময় থেকেই এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়েছে। পাওয়া যাবে রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু হয়েছিল সৌদি আরবের কাছে হেরে অঘটনের মাধ্যমে। এরপর প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোচ্ছেনে মেসিরা। জিতছেনও। ৫টা গোল করে এবং একাধিক গোল করিয়ে দলের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন মেসি।
তার মা বলেন, ‘ও কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে নিজেকে কীভাবে নিংড়ে দিয়েছে, তা বলতে গেলে আমায় সাহিত্যিক হতে হয়। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না ‘মেসি ৫টা বিশ্বকাপ খেলার পরও দেশকে ট্রফি এনে দিতে পারেননি। এর জন্য বহু কথা শুনতে হয়েছে তাকে। এসব ভাবতে গেলে অবশ্য ফুটবল ঈশ্বরকে নিষ্ঠুরই মনে হবে। এবার রত্নগর্ভ মায়ের প্রার্থনা কি শুনবেন তিনি? নাকি মেসির স্বপ্ন আর মায়ের প্রার্থনা ভেঙে দিয়ে ঈশ্বর আবারও নিষ্ঠুর হয়ে থাকবেন।
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার
- ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর