| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

অবিশ্বাস্য অভিযোগঃ মেসিরাই ফিফাকে নিয়ন্ত্রণ করছে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ১৪ ১৬:২৩:৫৪
অবিশ্বাস্য অভিযোগঃ মেসিরাই ফিফাকে নিয়ন্ত্রণ করছে

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ক্রোয়েশিয়ার জন্য আছে দুঃসংবাদ । আর্জেন্টিনার বিপক্ষে সেমি ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ড্যানিয়েল ওরসাতো । যিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে পূর্ব থেকেই বিতর্কিত বাঁশি বাজাবার জন্য কুখ্যাত ।

২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার গ্রুপ ম্যাচের রেফারি ছিলেন ওরসাতো । ওয়েম্বলি স্টেডিয়ামে সেই ম্যাচে ক্রোয়েশিয়া হেরেছিল ০-১ গোলে । ম্যাচের পর ক্রোয়েশিয়ার ভক্ত আর অনেক সমালোচক দাবী করেন , ম্যাচের একমাত্র গোলটি করার আগেই ফাউল হয়েছি। যা রেফারি এড়িয়ে যান । ৫৭ মিনিটে সেই গোলটি করেন রাহিম স্টারলিং । সেই ম্যাচে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে বারবার বাঁশি বাজিয়েছেন । হলুদ কার্ড বের করেছেন চারবার । যার তিনটি দেখেছে ক্রোয়েশিয়ার ফুটবলাররা ।

চলত্রি বিশ্বকাপের উদ্বোধনী কাতার আর ইকুয়েডর ম্যাচেও রেফারি ছিলেন ওরসাতো । এছাড়া ছিলেন আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ পরিচালনায় । সেই ম্যাচে মেক্সিকোর খেলোয়াড়দের বিপক্ষে চারবার হলুদ কার্ড ব্যভার করেন তিনি ।

ওরসাতো ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ ইটালিয়ান সিরি ‘এ’ ম্যাচ পরিচালনা করেছেন । ২০১৮ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বে ম্যানচেস্টার ইউনাইটেড আর পিএসজি ম্যাচে ১০টি হলুদ কার্ড ব্যবহার করেছেন । যার মধ্যে ম্যান ইউ পেয়েছিল ৬টি । এছাড়া ম্যাচের শেষদিকে ম্যান ইউর পল পগবাকে লাল কার্ড দেখান তিনি । ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে পিএসজি আর বায়ার্ন মিউনিখ ম্যাচে দুই দলকে সমান চারটি করে হলুদ কার্ড দেখান তিনি ।

‘টোটাল ক্রোয়েশিয়া নিউজ’ জানিয়েছে , ওরসাতো ম্যাচ রেফারি থাকায় ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের সতর্ক হয়ে খেলা ছাড়া উপায় নেই । কারণ কার্ড দেখাবার পুরনো অভ্যাস আছে তার ।

এদিকে , চলতি আসরেই হল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনে আর্জেন্টিনা । এন্টোনিও মাতেও লাহোজের বিপক্ষে বেশী সোচ্চার ছিলেন লিওনেল মেসি । ম্যাচে অফিসিয়ালসহ ১৮ জনকে কার্ড দেখানোয় ক্ষেপে গিয়ে মেসি বলেন , ‘ লাহোজের মতো রেফারি বিশ্বকাপ খেলা পরিচালনা করুক , তা তারা চান না । ‘

মেসির এমন বক্তব্যের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা লাহোজকে স্পেন ফেরত পাঠায় । যদিও ম্যাচে লাহোজ বেশীকিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই দিয়েছেন । প্রতিপক্ষের ডিফেন্স লাইনের শেষ সীমানায় ইচ্ছাকৃত হ্যান্ডবল করেও লাল কার্ড থেকে বেঁচে যান মেসি । আবার বক্সের বাইরে ফাউলকে দেন আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি । কিন্তু যে কারণেই হোক , মেসিদের রোষানলে পড়ে এখন বিশ্বকাপের বাইরে লাহোজ ।

আবার সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিতর্কিত বাঁশি বাজানোর রেকর্ড থাকা মাতেওকে রেফারি নিয়োগ দিয়ে আর্জেন্টিনাকে আগাম সুবিধা দেয়ার ব্যবস্থাও পাকা করেছেন ফিফা । এখন অবশ্যই মেসিদের কোন অভিযোগ নেই । কারণ তাদের ইচ্ছামাফিক চলছে ফিফা ।

ক্রিকেট

ফিরছেন সাকিব আল হাসান

ফিরছেন সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে ...

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের

সামাজিক যোগযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ...



রে