| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আর্জেন্টিনাকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন ক্রোয়েশিয়া কোচ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ১৩ ১১:১৮:৫৭
আর্জেন্টিনাকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন ক্রোয়েশিয়া কোচ

লুসাইল স্টেডিয়ামে গত শুক্রবারের ওই ম্যাচে শেষ দিকে দুটি গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় নেদারল্যান্ডস। এ সময় আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠে ঢুকে পড়েন। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পর মাঠে আরও উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই দলের মাঝে।

ম্যাচ চলাকালে কিংবা শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৬টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাওফ। পুরো ম্যাচে তার কিছু সিদ্ধান্ত নিয়েও দুই দল অসন্তুষ্টি প্রকাশ করে। পরে দুই দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে ফিফা।

স্পট-কিকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করার পর মেসি অন্যরকম উদযাপন করেন নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে, যেখানে বসা ছিলেন দলটির কোচ লুই ফন খাল। ম্যাচের পর সাবেক বার্সেলোনা কোচের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ককে। ডাচদের দুটি গোল করা ভঠ ভেহর্স্টকে ‘বোকা’ বলে সম্বোধন করেন তিনি।

খেলা চলাকালীন নেদারল্যান্ডসের কিছু খেলোয়াড় আর্জেন্টাইনদের উস্কে দিয়েছিল। আর্জেন্টিনার খেলোয়াড়রা আবার পেনাল্টি শুটআউটে জয়ের পর ডাচদের ব্যঙ্গ করে সেটির জবাব দেয়। সব মিলিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে দালিচের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানান তখনকার আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

এবার টুর্নামেন্টের ফেভারিটদের একটি ব্রাজিলকে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমি-ফাইনালে উঠছে ক্রোয়াটরা। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। আগের দিন দালিচ বলেন, চার বছর আগের ঘটনায় কোনো ক্ষোভ নেই তাদের।

“আমি বুঝতে পারছি, তখন (২০১৮ সালে) অনেক বিষয় জড়িত ছিল, প্রত্যাশা অনেক বেশি ছিল। এরকমটা হয়ে থাকে। আমাদের কোনো ক্ষোভ নেই। আমি আবেগের বশে কারো ওপর রাগ করি না। ফুটবলের বাইরের অনেক বিষয়ের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনাও আগ্রাসী হয়ে উঠেছিল। আশা করি, কাল (মঙ্গলবার) এমন কিছু হবে না।”

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ...



রে