কোয়াটার ফাইনালঃ মরক্কোর মুখোমুখি পর্তুগাল, দেখে নিন কারা এগিয়ে
তবে সৌদির মতো শুধু অঘটন ঘটিয়েই শান্ত থাকেনি মরক্কানরা। বরং নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনও নিশ্চিত করে এই দল। স্পেনের বিপক্ষে নকআউট ম্যাচে স্বাভাবিকভাবেই আন্ডারডগ হিসেবে খেলতে নেমেছিল মরক্কো। অনেক ফুটবল বিশ্লেষকরাই মনে করছিল ফুটবল ঐতিহ্য কিংবা অর্জনে স্পেনের অনেকটা পিছনে থাকলেও মাঠের খেলায় ঠিক অতটা পিছিয়ে থাকবেন না মরক্কো। হয়তো মাঠের খেলায় সমানে সমানেই লড়বে দুই দল।
স্প্যানিশদের ছোট ছোট পাসের ছন্দময়ী খেলার বিপরীতে মরক্কোর রুক্ষ ফুটবল, দারুণ কিছুই যেন অপেক্ষা করছিল দর্শকদের জন্য। হলোও তাই নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচে একের পর এক আক্রমণ পাল্ট আক্রমণ হলেও কেউই কারো জালে বল ঢুকাতে পারেনি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর আরো আধা ঘন্টা খেলতে হয় ফুটবলারদের। পুরো ১২০ মিনিটের পরও ম্যাচে গোলশূন্য দুই দল।
খেলাটি যেহেতু নকআউট পর্বের তাই ড্র মেনে নেওয়া সম্ভব নয় নির্দিষ্ট একটি রেজাল্ট আবশ্যক। শেষ পর্যন্ত পেনাল্টিতেই নির্ধারিত হলো ম্যাচের ফলাফল। পেনালটিতে মানসিকভাবে বেশি শক্তিশালী দলটি সাধারণত বিজয়ী হয়ে আসে। জাতিগতভাবে মানসিকভাবে শক্তিশালী হয়ে থাকেন মধ্যপ্রাচ্যের মানুষজন। মাঠেও সেটির প্রতিফলনই যেন দেখা গেল, স্পেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে ট্রাইবেকার জিতে নিল মরক্কো। একটি বলও মরক্কোর জালে ঢোকাতে পারেনি বিশ্ব বিখ্যাত স্প্যানিশ স্ট্রাইকাররা।
দিনশেষে অখ্যাত মরক্কানরাই লিখল স্প্যানিশদের হারিয়ে মধ্যপ্রাচ্যের বিজয় গাঁথা। পর্তুগালের বিপক্ষেও ফুটবল ঐতিহ্য কিংবা অর্জনে পিছিয়ে থাকবে মরক্কো। তবে মাঠের খেলায় কোনো অংশেই পর্তুগিজদের চেয়ে পিছিয়ে থাকবেন না মরক্কানরা। সেরা দলগুলোকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে মরক্কো। পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধান একটি ম্যাচ হারলেও এখন পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজেয় মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মরক্কো, এছাড়া বাকি সব ম্যাচেই বিজয় মরক্কানদেরই হয়েছে।
পর্তুগালের এই দলটি অত্যন্ত শক্তিশালী, পাশাপাশি রোনালদোরও শেষ বিশ্বকাপ এটি। এই বিশ্বকাপে রোনালদো বিশেষ কিছু করবে এমনই আশা ভক্ত সমর্থকদের। তবে সেই আশায় নিশ্চয়ই গুরোবালি করে দিতে চাইবে মরক্কো। বাংলাদেশ সময় শনিবার রাত নয়টায় মুখোমুখি হবে এই দুই দল। নামে ভারে পর্তুগাল এগিয়ে থাকলেও এই বিশ্বকাপের প্রেক্ষাপটে মাঠের খেলায় হয়তো এগিয়ে থাকবে মরক্কানরাই।
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার