নকআউট পর্বে মিলবে গোল
![নকআউট পর্বে মিলবে গোল](https://www.sportshour24.com/thum/article_images/2022/12/04/kein.jpg&w=315&h=195)
২০১৮ আসরে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কেইন। এর মধ্যে পাঁচটি গোলই এসেছিল গ্রুপ পর্বে। নকআউট পর্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেইনকে যদিও আর আগের রুপে দেখা যায়নি। তার খেলায় পড়ে ক্লান্তির ছাপ। সেমি-ফাইনালে শেষ হয় তার দলের পথচলা।
গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার নকআউট পর্বে দুর্দান্ত কেইনকে দেখা যায়। গ্রুপ পর্বের পর জ্বলে ওঠেন কেইন; শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল পর্যন্ত জালের দেখা পান চারবার। তবে ফাইনালে আর গোল পাননি কেইন, ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইংল্যান্ড।
বিশ্বকাপেও একইভাবে গ্রুপ পর্বে ম্রিয়মাণ হলেও নকআউট পর্বে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী কেইন। কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে রোববার সেনেগালের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
আগের দিন সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার বলেন, এখনও গোলের দেখা না পেলেও নকআউট পর্বের আগে সবদিক থেকে তিনি ইতিবাচক আছেন।
“২০১৮ বিশ্বকাপে শারীরিক ও সম্ভবত মানসিক দিক থেকে আমরা টুর্নামেন্টটি দুর্দান্তভাবে শুরু করেছিলাম, শুরুর পর্বেই আমি অনেক গোল করেছিলাম এবং তখনই প্রচুর শক্তি ক্ষয় হয়েছিল।”
“টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে, আমার পারফরম্যান্স হয়তো পড়ে যাচ্ছে। ইউরোয় বিষয়টা যেন ভিন্নভাবে হয়, আমি সেই চেষ্টায় সতর্ক ছিলাম। আমি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম যেন শারীরিক ও মানসিকভাবে নকআউট পর্বে সেরা অবস্থায় থাকতে পারি। এই টুর্নামেন্টেও আমি অনেকটা তাই করছি। আমরা এখন নকআউট পর্বে এবং আমি সত্যিই ভালো অনুভব করছি। আমি ফিট ও শাণিত বোধ করছি।”
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার