| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মেসিকেও ছাড়িয়ে গেলেন রোনালদো

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৫ ০১:৫০:১৬
মেসিকেও ছাড়িয়ে গেলেন রোনালদো

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪'এ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের ৬৪ মিনিটে ঘানার ডিফেন্ডার সালিসু ডি-বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৬৫তম মিনিটে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন সিআর সেভেন।

যার সুবাদে নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ আসরে গোল করার অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেই আসরে ইরানের বিপক্ষে একটি গোল করেন তিনি।

এরপর ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও একটি করে গোল করেন। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এক হ্যাটট্রিকসহ ৪ গোল করেছিলেন। আর এবার ২০২২ কাতার বিশ্বকাপে করলেন এক গোল। যার ফলে প্রতিটিতে গোল করা একমাত্র খেলোয়াড় বনে গেলেন রোনালদো।

এর আগে চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ডটা এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা ও উয়ি সিলারের সঙ্গে ভাগাভাগি করেছিলেন রোনালদো। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে এই তালিকায় নাম লেখান মেসি। তবে এবার সবাইকে পেছনে ফেলে দিয়েছেন রোনালদো।

এছাড়া ঘানার বিপক্ষে গোলের সুবাদে বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যা দাঁড়ালো আটে। যার সুবাদে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির ৭ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ এই তারকা। যদিও এই দুই তারকা নিজেদের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ পাচ্ছেন।



রে