| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

রোনালদোর রেকর্ড গড়া জয়

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৫ ০০:২২:১২
রোনালদোর রেকর্ড গড়া জয়

পড়ে ঘানা। ফলে শেষ পর্যন্ত ৩-২ গোলে পর্তুগালের কাছে রেখে যায় দলটি। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রোনালদোর ইতিহাস গড়া রেকর্ডের দিনে কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দোহার স্টেডিয়াম ‘৯৭৪’-এ কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। যার ফলও তারা দ্রুতই পায় তারা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো-জোয়াও ফেলিক্সরা।

নবম মিনিটে ঘানা তাদের রক্ষণে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বল পেয়ে যান পর্তুগালের মিডফিল্ডার বার্নান্দো সিলভা। তার পাস ডি-বক্সের কাছে বল পেয়ে যান রোনালদো। তবে গোলবারে নিতে পারেননি এই তারকা। মিনিট চারেক পরে কর্নার কিকের উড়ন্ত শট ঠিকভাবে হেড করতে পারেননি সিআর সেভেন।

২৮তম মিনিটে জোয়াও ফেলিক্স বল জালের লক্ষ্যে পাঠালেও বারের বাইরে দিয়ে চলে যায়। ৩১তম মিনিটে আবারও জোয়াও ফেলিক্সের কাছ থেকে ঘানার রক্ষণে বল নিয়ে প্রবেশ করেন রোনালদো। ঘানার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালেও জড়িয়েছিলেন পাঁচ বারের বিশ্বসেরা এই ফুটবলার। কিন্তু ফাউলের কারণে রোনালদোকে হতাশ করেন রেফারি।

পিছিয়ে থাকা ঘানা প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে উঠে সুযোগও পেয়ে গিয়েছিল। ৩৬ তম মিনিটে ফার্নান্দেজ গোলবার থেকে ২০ গজ দূরে ওটাভিওর কাছে বল পাঠিয়ে গোল প্রতিহত করেন। ৪১তম মিনিটে প্রতিপক্ষে ডি-বক্সে নিয়ন্ত্রণহীন বল রাফায়েল গুরেইরোকে শট নেওয়ার জায়গা করে দেন। তবে ঘানা ডিফেন্ডার দানিয়েল আমারতে তা ব্লক করে দিয়ে পর্তুগালকে গোলবঞ্চিত করলে গোলশূন্য ড্রয়েই শেষ হয় প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্বক ফুটবল খেলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। যার ফলে দুই দলই আক্রমণ পালটা আক্রমণে রক্ষণ শিবিরকে কাঁপিয়ে দেন। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। যার সুবাদে ক্যারিয়ারের পাঁচ বিশ্বকাপের সবকয়টিতে গোল করার রেকর্ড গড়েন রোনালদো।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগিজরা। মিনিট আটেক পরেই ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আইয়ু।



রে