| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

অবশেষে রোনালদোর এক গোল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৪ ২৩:২৯:১৯
অবশেষে রোনালদোর এক গোল

ম্যাচের শুরু থেকেই বলের দখল পর্তুগালের হাতে। দুই প্রান্ত ধরে আক্রমণ তুলে আনে তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি দলটি। ১০ মিনিটে মাথায় প্রথম সুযোগ পান রোনালদো। গোলরক্ষককে একা পেয়েও তিনি হতাশ করেন সমর্থকদের।

এর কিছুক্ষণ পর আবার গোল করার সুযোগ পান রোনালদো। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল লাগাতে পারেননি। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

প্রথমার্ধে ঘানা প্রতিপক্ষের বক্সের মধ্যে বলই স্পর্শ করতে পারেনি। এমনকি গোলপোস্টে পারেনি একটি শটও নিতে। ১৯৬৬ বিশ্বকাপের পর ঘানা দ্বিতীয় দল যারা বিশ্বকাপের ম্যাচের প্রথমার্ধে এই বিরল রেকর্ড গড়লো। সর্বশেষ এই হতাশার রেকর্ড গড়েছিল সৌদি আরব, ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ ফলাফলঃ ৭৩ মিনিট শেষে, পর্তুগাল- ০১, ঘানা- ০১



রে