| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মেসির মত বাতিল হল রোনালদোদের গোল, প্রথমার্ধ শেষে দেখে নিন সর্বশেষ ফলফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৪ ২৩:০৮:৩৩
মেসির মত বাতিল হল রোনালদোদের গোল, প্রথমার্ধ শেষে দেখে নিন সর্বশেষ ফলফল

তবে রোনালদো-ফার্নান্দেজদের রুখে দিয়েছে ঘানার ডিফেন্ডাররা। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ২০০৬ সালের সেমিফাইনালিস্টরা। এতে প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ে বিরতিতে গেছে দুই দল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ কাতার বিশ্বকাপের 'এইচ' গ্রুপের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে পর্তুগাল। ৯ম মিনিটে ঘানার রক্ষণ বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বল পেয়ে যান পর্তুগালের মিডফিল্ডার বার্নান্দো সিলভা। তার পাস ডি-বক্সের কাছাকাছি পেয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার শট ঘানার গোলকিপার কাছে পেলেও গোলবারে নিতে পারেননি।

১৩তম মিনিটে আবার সুযোগ আসে রোনালদোর সামনে। রাফায়েল গুরেইরোর কর্নার কিকে বল লাফিয়ে হেড করেন সিআর সেভেন। কিন্তু তার দুর্বল আকৃতির শট জালের দেখা পায়নি।

২৮তম মিনিটে জোয়াও ফেলিক্স বল পাঠালেও বারের বাইরে দিয়ে চলে যায়। ৩১তম মিনিটে আবারও জোয়াও ফেলিক্সের কাছ থেকে ঘানার রক্ষণে বল নিয়ে প্রবেশ করেন রোনালদো। ঘানার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালেও জড়িয়েছিলেন পাঁচ বারের বিশ্বসেরা এই ফুটবলার। কিন্তু ফাউলের কারণে রোনালদোকে হতাশ করেন রেফারি। ফলে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার সুযোগ বাতিল হয়ে যায় পর্তুগিজ এই তারকার।

পিছিয়ে থাকা ঘানা প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে উঠে সুযোগও পেয়ে গিয়েছিল। ৩৬ তম মিনিটে ফার্নান্দেজ গোলবার থেকে ২০ গজ দূরে ওটাভিওর কাছে বল পাঠিয়ে গোল প্রতিহত করেন।

৪১তম মিনিটে প্রতিপক্ষে ডি-বক্সে নিয়ন্ত্রণহীন বল রাফায়েল গুরেইরোকে শট নেওয়ার জায়গা করে দেন। তবে ঘানা ডিফেন্ডার দানিয়েল আমারতে তা ব্লক করে দিয়ে পর্তুগালকে গোলবঞ্চিত করেন।



রে