| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

অবাক ফুটবল বিশ্বঃ মসজিদে গিয়ে প্রার্থনা করলেন ব্রাজিল কোচ তিতে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৪ ১৫:১৩:০০
অবাক ফুটবল বিশ্বঃ মসজিদে গিয়ে প্রার্থনা করলেন ব্রাজিল কোচ তিতে

খবরে বলা হয়েছে, দলের অনুশীলনের পর একটি মসজিদ পরিদর্শনে যান তিতে। এরপর সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে প্রার্থনা করেন ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলের এই কোচ। ব্রাজিল দলের প্রশিক্ষণের স্থান গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামের ঠিক সামনেই ছিল মসজিদটি।

মসজিদে প্রার্থনা শেষে ব্রাজিল দলের বাসস্থান ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পাতে ফিরে আসেন তিতে।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, তিতে একজন ধার্মিক ব্যক্তি। খেলার জন্য বিভিন্ন সময় নানা দেশে গিয়ে সেখানকার উপাসনালয় ঘুরে দেখার শখ রয়েছে তার। আরব দেশ কাতারে এসেও মসজিদ পরিদর্শন করতে ভুললেন না তিনি।



রে