| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

কাতার বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্প্যানিশ মিডফিল্ডারের তিন রেকর্ড

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৪ ১৩:১০:২৫
কাতার বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্প্যানিশ মিডফিল্ডারের তিন রেকর্ড

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। এদিন দোহার আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমেই এক রেকর্ড গড়েন গাভি। স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে খেলার রেকর্ড গড়েন, মাঠে নামার দিনে তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন। এর আগে, যে রেকর্ড নিজের করে রেখেছিলেন স্পেনের সেস্ক ফ্যাব্রিগাস। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের বিপক্ষে ফ্যাব্রিগাস যখন খেলে ছিলেন, তখন তার বয়স ছিল ১৯ বছর ৪১ দিন। ফ্যাব্রিগাস ছাড়িয়ে গেছেন আরেক স্প্যানিশ লেফটব্যাক। এদিন ১৯ বছর ৩৬ দিন বয়সে মাঠে নেমেছেন আলেহান্দ্রো বালদে।

এ ম্যাচে আরও দুই রেকর্ডে নাম লেখান বার্সার এই মিডফিল্ডার। ৭৪ মিনিটে ফরোয়ার্ড এনরিকের পাস থেকে গোল করেন বার্সার তরুণ তারকা গাভি। এ গোলের সুবাদে ইতিহাস গড়েন এই বার্সা ফুটবলার। স্পেনের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেন তিনি। যে রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন রোমানিয়া ও হাঙ্গেরির সাবেক ফরোয়ার্ড নিকোলা কোভাচ। তিনি ১৯৩০ বিশ্বকাপে ১৮ বছর ১৯৭ দিন বয়সে রোমানিয়ার হয়ে অভিষেক ম্যাচে গোল করেছিলেন।

এদিকে বিশ্বমঞ্চের ইতিহাসে এখন তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেন পেলে। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি পেলের। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মেক্সিকোর সাবেক ফরোয়ার্ড ম্যানুয়াল রোহার। ১৯৩০ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন ম্যানুয়াল। আর ম্যানুয়াল রোহার পর তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখালেন গাভি।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

আমি অনেক ভয় পেয়েছিলাম : মিরাজ

আমি অনেক ভয় পেয়েছিলাম : মিরাজ

বিপিএলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় চিটাগংয়ের বিপক্ষে ২ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে খুলনা টাইগার্স। ...



রে